বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবনী-রাশেদের প্রেম ও এক বীভৎস ঘটনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জানুয়ারি, ২০২২ ১৪:৪৫

এমন গোপনীয়তার মধ্যেই ফেসবুকে প্রকাশ পেয়ে গেল কনটেন্টে শিল্পীদের লুক। দুটি ছবি পাওয়া গেছে অনলাইনে, যা দেখে মনে হচ্ছে সিয়াম-বুবলীকে খুব সাধারণ লুকে দেখা যাবে।

রোববারই জানা গেল নতুন একটি ওয়েব কনটেন্টে অভিনয় করছেন সিয়াম ও বুবলী। প্রথমবারের মতো একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তারা। কনটেন্টের নাম টান। এটি পরিচালনা করছেন রায়হান রাফি।

শুরু হয়ে গেছে এর শুটিং। তবে শিল্পী-কলাকুশলীরা কেউই তেমন কিছু বলেননি কনটেন্টটি নিয়ে।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয় সিয়াম-বুবলীর শুটিংয়ের কিছু ছবি। সেখানে জানানো হয়, কনটেন্টে বুবলী ‘অবনী’ আর সিয়াম অভিনয় করছেন ‘রাশেদ’ চরিত্রে। ভালোবাসার টানে তারা দুজন পালিয়ে যায় দূরে।

টুনটুনির সুখ-দুঃখের সংসারে হঠাৎ ঘটে যায় বীভৎস দুর্ঘটনা। এরপর প্রকাশ হতে থাকে অদ্ভুত গল্পের চিত্র।

টান কনটেন্টের শুটিং সেটে সিয়াম ও বুবলী। ছবি: সংগৃহীত

ওয়েবের জন্য এটিই বুবলীর প্রথম কাজ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি বলেন, ‘ওয়েবের জন্য এটাই আমার প্রথম কাজ। পরিচালক, কো-আর্টিস্ট, গল্প- সব মিলিয়ে টান একটি পরিপূর্ণ প্রজেক্ট। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে চলেছে এই গল্পের মধ্য দিয়ে।’

পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়ামকে নিয়ে এর আগে অনেক কাজ করা হলেও বুবলীকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান- এর গল্প নিয়ে এখনই কিছু বলার নেই।’

টানা বেশকিছু দিন চলবে এর শুটিং। ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে কনটেন্টটি।

এ বিভাগের আরো খবর