প্রকাশ পেল ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক রোশান জুটি অভিনীত মুখোশ সিনেমার টাইটেল সং।
আগামী ২১ জানুয়ারি সিনেমাটির মুক্তি উপলক্ষে রোববার রাত ৯টায় দিকে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।
এ উপলক্ষে রাজধানীর বনানীর এক রেস্টুরেন্টে আয়োজন করা হয় টাইটেল সং প্রকাশ অনুষ্ঠানের।
এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ, চিত্রনায়িকা পরীমনি, চিত্রনায়ক জিয়াউল রোশানসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।
অনুষ্ঠানে ইফতেখার শুভ বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এই সিনেমাটির কাজ শেষ করেছি আমরা। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা-উত্তেজনা দুটিই বেশি। আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এই উপলক্ষেই আজকে সিনেমাটির টাইটেল সং প্রকাশ করা। আমার বিশ্বাস সিনেমাটির প্রতিটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
মুখোশের টাইটেল সং গেয়েছেন কণ্ঠশিল্পী নোবেল। আব্রাহাম তামিমের কথায় এটির সংগীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ুন।
অনুষ্ঠানে মুখোশ-এ পরীমনির অভিনয়ের প্রশংসা করে পরিচালক বলেন, ‘যখন শুটিং করছিলাম তখন এতটা বুঝিনি, কিন্তু যখন এডিটিং করছিলাম তখন বুঝলাম, পরীমনি কতটা ন্যাচারাল অভিনয় করেছেন।’
‘মুখোশ’ সিনেমার টাইটেল সং প্রকাশ অনুষ্ঠানে পরিচালক ইফতেখার শুভর সঙ্গে পরীমনি। ছবি: নিউজবাংলাএকই সঙ্গে চিত্রনায়ক রোশানের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘আগামীর সুপারস্টার হয়ে ওঠার সব গুণ রয়েছে তার মধ্যে।’
এদিকে মুক্তি সামনে রেখে আগামী ১০ জানুয়ারি সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে বলেও জানান পরিচালক।
পরীমনি-রোশান বাদেও সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরীসহ অনেকে।
ইফতেখার শুভর লেখা ‘পেজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে মুখোশ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত। আর এর পরিবেশনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন।