মন্দিরে আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করেছেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউত। এ বছরে অভিনেত্রীর চাওয়া, তার নামে যেন পুলিশে অভিযোগ বা এফআইআর কম হয়, এর চেয়ে বেশি প্রেমপত্র চান তিনি।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে লাল শাড়ি আর সোনার গয়নায় সেজে পোজ দিতে দেখা গেল তাকে।
সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তিরুপতি বালাজির আশীর্বাদ নিয়ে এই বছর শুরু করছি। আশা করি এটি একটি স্মরণীয় বছর হবে।’
এর পরে আরেক পোস্টে বেশ কয়েকটি ছবি দিয়েছেন কঙ্গনা। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে মন্দিরে প্রার্থনাসহ বেশ কিছু নিয়ম-রীতি পালন করছেন অভিনেত্রী।
রাহু কেতু মন্দিরে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘পৃথিবীতে একটি মাত্র রাহু কেতু মন্দির আছে। এটা তিরুপতি বালাজির খুব কাছে। সেখানে কিছু আচার-অনুষ্ঠান পালন করলাম।’
জায়গাটি বেশ অসাধারণ উল্লেখ করে কঙ্গনা লেখেন, ‘আমি সেখানে গিয়েছিলাম আমার প্রিয় শত্রুদের করুণা পেতে। এই বছরে আমি কম পুলিশি অভিযোগ/এফআইআর এবং বেশি প্রেমপত্র চাই।’
সদ্য শেষ হওয়া বছরে ‘ভারতের আসল স্বাধীনতা’, সেদেশের কৃষি আইন ঘিরে শিখ ধর্মাবলম্বীদের ‘খালিস্তানি সন্ত্রাসবাদী’ বলাসহ নানারকম বিতর্কিত মন্তব্যের জেরে কঙ্গনার নামে অনেকগুলো এফআইআর দায়ের হয়েছে।