ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের এক ব্যক্তি বলিউড তারকা ভিকি কৌশল ও সারা আলি খানের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ করেছেন।
ওই ব্যক্তির অভিযোগ, একটি সিনেমা দৃশ্যে তার মোটরসাইকেলের নম্বর অবৈধ ভাবে ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি ভিকির সঙ্গে সারার মোটরসাইকেলে চড়ার একটি ছবি ভাইরাল হয়েছে। যেটি তাদের আসন্ন সিনেমার শুটিংয়ের ছবি।
ছবিতে মোটর সাইকেলে যে নম্বরপ্লেট ব্যবহার করা হচ্ছে সেই নম্বর আসলে তার মোটরসাইকেলের বলে দাবি ওই ব্যক্তির।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে অভিযোগকারী জয় সিংহ যাদব নামের ওই ব্যক্তি বলেন, ‘সিনেমার দৃশ্যে ব্যবহৃত গাড়ির নম্বরটি আমার। আমি জানি না ফিল্ম ইউনিট এটি সম্পর্কে অবগত কিনা, তবে এটি বেআইনি। তারা অনুমতি ছাড়া আমার নম্বর প্লেট ব্যবহার করতে পারে না। আমি পুলিশ স্টেশনে স্মারকলিপি দিয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিত।’
সম্প্রতি ভিকি ও সারার মোটরসাইকেলে চড়া এই ছবিটি ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত
ওই ব্যক্তির অভিযোগ নিয়ে ইন্দোরের বানগঙ্গা এলাকার সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সোনি বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। নম্বর প্লেটটি বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে কিনা তা আমরা দেখব। মোটরযান আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যদি সিনেমাটির ইউনিট ইন্দোরে থাকে, আমরা তদন্ত করার চেষ্টা করব।’
ভিকি-সারাকে ইন্দোরের এক আবাসিক এলাকার একটি দৃশ্যে শুটিং করতে দেখা গেছে। যেখানে টি-শার্ট জিন্স পড়ে মোটরসাইকেল চালাচ্ছেন ভিকি আর হলুদ শাড়িতে তার পিছনে বসে রয়েছেন সারা। যদিও এখনো জানা যায়নি, তারা কোন সিনেমার শুটিং করছেন।