দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমা, ব্র্যান্ড প্রমোশন, স্টেজ শো এর মতো নানা কাজে ব্যস্ত এ অভিনেত্রী।
ব্যস্ততা থাকলেও এ অভিনেত্রী তার ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা দিতে ভোলেননি। নতুন বছরকে বরণ করার উদযাপনে পরিবারকে সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
নুসরাথ ফারিয়া বলেন, ‘হায় এভরিওয়ান, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।’
ভক্ত-দর্শকদের শুভেচ্ছা জানিয়ে ফারিয়া বলেন, ‘আশা করছি এবং প্রার্থনা করছি যে, নতুন বছর আপনাদের জীবনে অনেক সমৃদ্ধি নিয়ে আসুক, অনেক সুযোগের দরজা খুলে দিক নতুন বছর।’
কোভিড এখনও আমাদের মধ্যে থেকে যায়নি উল্লেখ করে অভিনেত্রী জানান, করোনা না গেলেও বিষয়টি জীবনের অংশ হয়ে গেছে তাই করোনার সঙ্গে মানিয়ে নিয়েছে সবাই। তারপরও সাবধানে থাকার কথা বলেছেন ফারিয়া।
তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে থাকুন এবং নতুন বছর সুন্দর করে উদযাপন করুন, হ্যাপি নিউ ইয়ার।’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
সম্প্রতি নুসরাত ফারিয়া শেষ করেছেন বঙ্গবন্ধু বায়োপিকে তার চরিত্রের অভিনয়ের কাজ। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন।
এছাড়া ‘হাবিবি’ নামের একটি গানও তার প্রকাশ পেয়েছে কিছুদিন আগে।