নবীন অভিনেত্রী ঐশী। মাত্রই সিনেমায় অভিষেক হয়েছে তার। অনেকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা নেই। নাটকের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বিরের কথা অনেক শুনেছেন, তার অভিনয় দেখেছেন, কিন্তু তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল না ঐশীর।
মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা রাত জাগা ফুল এ তাদের একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে।
সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ঐশী বলেন, ‘বরিশাইল্যা হিসেবে আমি গর্বিত। এ সিনেমায় কাজ করা ও মীর সাব্বির ভাইয়ের সঙ্গে কাজ করা আমাকে গর্বিত করেছে।’
সিনেমায় ঐশীর সঙ্গে অনেকটা সময় দেখা যাবে অভিনেতা রাশেদ মামুন অপুকে। তাকে ঐশী ধন্যবাদ জানান এবং দর্শকদের বলেন, ‘সিনেমাটি দেখে রিফ্রেসমেন্ট পাবেন।’
অপুও শুরু করেন মজা করেই। বলেন, ‘মীর সাব্বির ভাই এত নাটক করেছেন, কিন্তু আমাকে কখনই নেয় নাই। তবে তার প্রথম সিনেমাতেই সুযোগ পেয়েছি, এ জন্য তাকে ধন্যবাদ। এ সিনেমায় সাব্বির ভাইকে নতুন করে আবিষ্কার করেছি। তিনি জানেন তিনি কী করতে চান। খুবই আরাম পেয়েছি, তার সঙ্গে কাজ করে।’
রাত জাগা ফুল সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে ঢাকা ক্লাবে বুধবার রাতে নিজেদের অভিজ্ঞতাসহ সিনেমা নিয়ে নানা কথা জানান পরিচালক কলাকুশলীরা। সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দেন তারা।
আয়োজনে মীর সাব্বির জানান, রাত জাগা ফুল নামটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সিনেমাটিতে দর্শক রোমান্স এবং অ্যাডভেঞ্চারের স্বাদ পাবেন।
রাত জাগা ফুল সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীতমীর সাব্বির বলেন, ‘রাত শেষে যেমন আবার দিন আসে, তেমন কিছু বিষয় আছে সিনেমায়। আর এটি একটি গ্রামীণ প্রেক্ষাপটের সিনেমা।’
আয়োজন শেষে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখান মীর সাব্বির। যে ভিডিওটির শেষে দেখা যায় পরিবেশ এবং প্রাণীদের ভালোবাসার কথা।
এ সময় সিনেমার গানও শোনানো হয়। সিনেমার গানগুলো লিখেছেন মীর সাব্বির, সুর দিয়েছেন ইমন চৌধুরী। সিনেমায় প্রথমবারের মতো গান গেয়েছেন রাহুল আনন্দ। কলকাতার নচিকেতা গান গেয়েছেন সিনেমাটিতে এবং এর টাইটেল গানটি গেয়েছেন মমতাজ।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিনেমার এডিটর আশরাফুল আলম, মেকআপ আর্টিস্ট জাহাঙ্গীর ভূইয়া, লাইন প্রোডিউসার দেবাশীষ মিঠু, অভিনয়শিল্পী নরেশ ভূইয়া, আহসানুল হক মিনু, তানিন তানহা।
আয়োজনে মীর সাব্বির আরও বলেন, ‘বেশি কথা বলে লাভ নেই, কাজে প্রমাণ দিতে হবে। আর নিজের ঢোল নিজে পিটিয়েও লাভ নেই। সিনেমাটি ৩১ ডিসেম্বর মুক্তি পাবে। আমরা যখন ছোট ছিলাম, তখন সিনেমার আলোচনা শুনতাম সেলুনে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ; সবাই সেখানেই কথা বলেন। সিনেমা দেখার পর নিশ্চয়ই সেখানে কথা হবে।’
মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি দিয়ে রাত জাগা ফুল ইতিহাসের অংশ হবে বলে মনে করেন মীর সাব্বির। দেশের ২৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।