বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলিয়া-ক্যাটরিনাকে রাজি করিয়েছেন প্রিয়াঙ্কা

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২১ ২৩:০৮

বলিউডের প্রথম সারির এই তিন অভিনেত্রীকে এক সিনেমায় কাস্ট করা কিন্তু মোটেই সহজ ছিল না। বিশেষ করে ক্যাটরিনা ও আলিয়াকে। প্রথমজন রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা আর দ্বিতীয়জন বর্তমান। তাদের বন্ধুত্ব প্রথম দিকে বেশ ভাল থাকলেও, রণবীরের জন্য সেই সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল। তবে তাদেরকে এক করার এই কঠিন কাজটিই করেছেন প্রিয়াঙ্কা।  

দুই দশক আগে মুক্তি পেয়েছিল ফারহান আখতার পরিচালিত দিল চাহতা হ্যায় সিনেমাটি। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্নার বন্ধুত্ব ও কিছুটা রোড ট্রিপ আমেজের এই সিনেমাটি সেসময় ব্যাপক সাড়া ফেলেছিল।

এই সিনেমার দুই দশক পূর্তি উপলক্ষে চলতি বছর ১০ আগস্ট আরেকটি রোড ট্রিপ আমেজের সিনেমা নির্মাণের ঘোষণা নির্মাতা ফারহান আখতার। যার নাম, জি লে জারা।

আর এই রোড ট্রিপে বেরুবেন বলিউডের জনপ্রিয় তিন অভিনেত্রী- প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।

তবে বলিউডের প্রথম সারির এই তিন অভিনেত্রীকে এক সিনেমায় কাস্ট করা কিন্তু মোটেই সহজ ছিল না। বিশেষ করে ক্যাটরিনা ও আলিয়াকে। প্রথমজন রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা আর দ্বিতীয়জন বর্তমান।

ক্যাটরিনা-আলিয়ার বন্ধুত্ব প্রথম দিকে বেশ ভাল থাকলেও, রণবীর কাপুরের জন্য তাদের সেই সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল। তবে তাদেরকে এক করার এই কঠিন কাজটিই করেছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নেপথ্যের গল্পটা জানিয়েছেন ফারহান আখতারের বোন নির্মাতা ও প্রযোজক জোয়া আখতার।

তিনি জানান, প্রিয়াঙ্কা নাকি একদিন ফোন করে ক্যাটরিনা ও আলিয়াকে এক জায়গায় ডেকেছিলেন। প্রসঙ্গক্রমে সেখানে নারীকেন্দ্রিক এক সিনেমার কথা ওঠে। বলিউডে পুরুষদের নিয়ে এপর্যন্ত একাধিক রোড ট্রিপের গল্প পর্দায় দেখা গেলেও নারীকেন্দ্রিক রোড ট্রিপের গল্প সেভাবে দেখা যায়নি।

সেই সময় ফারহান আখতারও নারীকেন্দ্রিক একটা জমজমাট রোড ট্রিপের সিনেমার কথা ভাবছিলেন। তবে তখনও তা তিন অভিনেত্রী, পরিচালক কিংবা প্রযোজক কেউই কারও সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেননি।

জোয়া বলেন, ‘ফারহান একদিন হঠাৎ আমার কাছে জি লে জারার গল্প নিয়ে আসে। সে বলে, আমি এটা শুধু নায়িকাদের নিয়েই করতে চাই। আমি তখন আলিয়া, ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা এই তিনজনের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলি। তারা পরস্পরের থেকে ভীষণ আলাদা। তখনই জানতে পারি যে, এর আগে প্রিয়াঙ্কাই আলিয়া ও ক্যাটরিনাকে একসঙ্গে একটি সিনেমায় কাজ করার জন্য রাজি করিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তবে আমি হলফ করে বলতে পারি, ‘এই সিনেমা যদি ১০ বছর আগেও তৈরি করা হত, তাহলেও এদেরকেই কাস্ট করা হত।’

সিনেমাটি ঘোষণার সময় একটি মোশন পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ফারহান। পোস্টারটিতেও স্পষ্ট রোড ট্রিপের আমেজে ভরপুর থাকবে সিনেমাটি। একটি গাড়ির অবয়বের মধ্যে দেখা যায় ভারতের বিভিন্ন রাজ্যের স্থাপত্য ও দর্শনীয় স্থান।

সেই পোস্টের ক্যাপশনে ফারহান জানিয়েছিলেন, ২০২২ সালে শুরু করবেন সিনেমাটির শুটিং।

এ বিভাগের আরো খবর