বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মা-বাবা হচ্ছেন তিশা-ফারুকী

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২১ ১৮:২১

‘তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো-বাতাসে আসে।’

নানা কারণে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ফারুকীও কম খবরের জন্ম দেননি। আবারও তারা নতুন সংবাদের জন্ম দিয়েছেন।

তবে এবারের সংবাদ তাদের কারও একার না। তারা দুজনেই অংশীদার আনন্দের সংবাদটির। কোনো সিনেমার খবর না, এবার তারা জানালেন মা-বাবা হওয়ার খবর।

দুজনেই তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। দিয়েছেন ছবিও। সেখানে দেখা যাচ্ছে তিশার বেবি বাম্প।

তিশা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেন সবকিছুতে অনুপস্থিত?

‘এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো-বাতাসে আসে।’

তিশার মতো লিখেছেন ফারুকীও, তবে তিনি তার লেখা শুরু করেছেন কবিতা দিয়ে।

‘যখন তোমার জন্ম হয়

তখন একই সাথে আসলে

জন্ম হয় আমাদেরও

আমি যখন কবিতা লিখি

তখন কবিতাও কি

কিছুটা লিখে না আমায়?’

তিশা ও ফারুকীর বিয়ে হয় ২০১০ সালে। ১১ বছরের দাম্পত্য জীবনে প্রথমবার মা-বাবা হতে যাচ্ছেন অভিনেত্রী-পরিচালক দম্পতি।

এ বিভাগের আরো খবর