বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নকশালবাড়ি নিয়ে সিরিজে জয়ার পাশাপাশি চঞ্চল

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২১ ১৭:১৯

সায়ন্তনের কথায়, প্রযোজক এবং তার সম্মিলিত ইচ্ছায় এবার চারুর ‘ছায়াসঙ্গী’ হতে যাচ্ছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। আগে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছিল এ চরিত্রে।  

বলিউডের নামকরা অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীর বিপরীতে কাজ করার কথা ছিল এ দেশের জয়া আহসানের। সায়ন্তন মুখোপাধ্যায়ের একটি কনটেন্টে কাজ করার কথা ছিল তাদের।

পরিবর্তন আসছে অভিনয়শিল্পীতে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যমে পরিচালক জানিয়েছেন, বদলে যাচ্ছে সিরিজটির মুখেরা।

সায়ন্তনের কথায়, প্রযোজক এবং তার সম্মিলিত ইচ্ছায় এবার চারুর ‘ছায়াসঙ্গী’ হতে যাচ্ছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। আগে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছিল এ চরিত্রে।

চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। এ চরিত্রে জয়াকেই রাখছেন পরিচালক। এ ছাড়া জ্যোতি বসুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে।

সায়ন্তন বলেছেন, ‘চারু মজুমদারের চরিত্রে নওয়াজ নয়, আত্মপ্রকাশ করতে চলেছেন মনোজ বাজপেয়ি।’

চারু মজুমদারের চরিত্রে মনোজ বাজপেয়ি এবং জ্যোতি বসুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন বছর পূজার পর শুরু হবে সিরিজের দৃশ্যধারণ। প্রেক্ষাপট ১৯৬৭-এর নকশালবাড়ি আন্দোলন। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুনু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় নির্মিত হবে সিরিজ।

বদলের কারণ জানিয়ে সায়ন্তন বলেন, ‘বেঁকে বসেছেন নওয়াজ। তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন অনেকটাই। অন্যদিকে মনোজ পুরোটা জানার পরেই সিরিজটি নিয়ে যথেষ্ট আগ্রহী। তাই মনোজই চারু মজুমদার হয়ে পর্দায় আসতে চলেছেন।’

উপন্যাসের নাম ‘সাদা আমি কালো আমি’ নামেই নামকরণ করা হয়েছে সিরিজটির। এটি তিনটি পর্বে দেখানো হবে বলে প্রাথমিক পরিকল্পনা।

প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট। দ্বিতীয় দফায় থাকবে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রও। কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন, রাশিয়াতেও হবে এর দৃশ্যধারণ।

এ বিভাগের আরো খবর