বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুবেল-মৌটুসির নতুন সিনেমার লুক প্রকাশ্যে

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২১ ১৬:১৮

বাংলাদেশ থেকে ‘প্রিয় সত্যজিৎ’ নামে একটি ট্রিবিউট ফিল্ম নির্মাণ করছেন তরুণ নির্মাতা প্রসূন রহমান। তিনি জানিয়েছিলেন, সিনেমাটির ওয়ার্কিং টাইটেল প্রিয় সত্যজিৎ। এটি হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সত্যজিতের জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি।

উপমহাদেশের অনেক চলচ্চিত্র নির্মাতার বেড়ে ওঠা, গড়ে ওঠার পেছনে সত্যজিৎ রায়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে। ৫০ বছর ধরে যারা জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছেন, তাদের প্রায় বেশির ভাগেরই আদর্শ নির্মাতা সত্যজিৎ রায়।

এরই মধ্যে সত্যজিৎ রায়ের গল্প থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া হিন্দি ভাষায় রে নামে একটি সিরিজ নির্মাণ করে তাকে ট্রিবিউট জানিয়েছে। সত্যজিতের নিজের শহর কলকাতা থেকে নির্মিত হচ্ছে দুটি চলচ্চিত্র।

বাংলাদেশ থেকে প্রিয় সত্যজিৎ নামে একটি ট্রিবিউট ফিল্ম নির্মাণ করছেন তরুণ নির্মাতা প্রসূন রহমান। তিনি জানিয়েছিলেন, সিনেমাটির ওয়ার্কিং টাইটেল প্রিয় সত্যজিৎ। এটি হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সত্যজিতের জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি।

সিনেমায় বেশ কটি চরিত্র রয়েছে, যার একটিতে অভিনয় করছেন আহমেদ রুবেল।

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় একজন পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। ছবি: সংগৃহীত

সিনেমায় আহমেদ রুবেলকে দেখা যাবে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের দ্বারা অনুপ্রাণিত একজন বয়স্ক পরিচালকের ভূমিকায়।

এবার পরিচালক সেই চরিত্রের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন। কিছু স্থিরচিত্র রোববার তিনি পোস্ট করেছেন তার ফেসবুকে।

ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আসুন পরিচিত হই অগ্রজ নির্মাতা আসিফ মাহমুদের সঙ্গে, যিনি সত্যজিৎ রায় এবং তার চলচ্চিত্র দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত।

‘পরিচিত হই নবীন নির্মাতা অপরাজিতার সঙ্গে, যিনি সত্যজিৎ রায় এবং আসিফ মাহমুদ দুজনের দ্বারাই অনুপ্রাণিত। প্রধান‌ চরিত্র আসিফ মাহমুদ এবং অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আহমেদ রুবেল এবং মৌটুসী বিশ্বাস।

‘তাদের সঙ্গে আরও আছেন পংকজ মজুমদার, সঙ্গীতা চৌধুরী, সাঈদ বাবু, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, আবীর এবং অপরাজিতার সহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রগ্রাহক নাজমুল হাসানসহ আমার নিজের সহযোদ্ধাগণ।’

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় আহমেদ রুবেল ও মৌসুমী। ছবি: সংগৃহীত

প্রসূন জানান, সিনেমায় সত্যজিৎ রায় নানাভাবে আসবেন কিন্তু তার চরিত্রে কেউ অভিনয় করবেন না। গল্পসূত্র হিসেবে জানা গেছে, এর কাহিনি তিন সময়ের তিনজন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে।

তিনি আরও জানান, সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী বছরে ২ মে সত্যজিত রায়ের জন্মদিনে সিনেমাটি প্রদর্শিত হবে।

সিনেমাটিতে নির্মাতা অপরাজিতার সহযোগী ফিল্ম-ক্রুদের চরিত্রে অভিনয় করবেন সত্যিকারের কলাকুশলীদের কয়েকজন। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে।

এ বিভাগের আরো খবর