বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাইপার রিয়েলিস্টিক চিত্রকর্ম

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২১ ১৬:০৭

২০০৩ সালের ভেতর মিল্লানি তার কাজগুলোকে একটি অনন্য অবস্থানে নিয়ে যেতে সক্ষম হন। কাজের ফলও পেতে শুরু করেন দ্রুত। ‘ও এক্সিকিউটিভো’ চিত্রকর্মটি দিয়ে ‘ডেসকোব্রিন্ডো ট্যালেন্টোস’ নামে একটি রাষ্ট্রীয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

ব্রাজিলিয়ান চিত্রশিল্পী ফ্যাবিও মিল্লানির জন্ম সাও পাওলোতে, ১৯৮১ সালে। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকার প্রতি আগ্রহী ছিলেন। একপর্যায়ে সান্তো অ্যাঞ্জেলো শহরে ড্রয়িংয়ের ওপর কোর্স করেন। লেখাপড়া শেষে ভিজ্যুয়াল আর্টস দিয়ে শুরু করেন চিত্রকর্মজীবন।

তুত্তা আর্ট সাময়িকীর এক প্রতিবেদন বলছে- জনপ্রিয় চিত্রশিল্পী মিল্লানি এডগার কাভালহেইরোর কাছে আর্টিস্টিক ড্রয়িংয়ের কোর্স করেছিলেন মিল্লানি। এসব প্রশিক্ষণ তাকে আরও অভিজ্ঞ করে তোলে।

২০০৩ সালের ভেতর মিল্লানি তার কাজগুলোকে একটি অনন্য অবস্থানে নিয়ে যেতে সক্ষম হন। কাজের ফলও পেতে শুরু করেন দ্রুত। ‘ও এক্সিকিউটিভো’ চিত্রকর্মটি দিয়ে ‘ডেসকোব্রিন্ডো ট্যালেন্টোস’ নামে একটি রাষ্ট্রীয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

২০০৪ সালে ‘৮০ অ্যানোস দ্য কলুনা প্রেসতেস’ প্রতিযোগিতায় ‘কারতাস ভারমেলাস’ পেইন্টিংটির জন্য দ্বিতীয় হন। ততদিনে তার কাজগুলোতে পুরোপুরি শৈল্পিক ও মৌলিক পরিবর্তন চলে আসে। পরে ২০০৬ সালে ব্রাজিলের আরেকটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন।

মিল্লানি একটি স্টুডিও গড়ে তোলেন, যেখানে তিনি প্রধানত ভিজ্যুয়াল আর্টসের কাজগুলো করার পাশাপাশি পেইন্টিং আর ড্রয়িংয়ের শিক্ষকতাও করেন।

তার কিছু অর্জনের মধ্যে অন্যতম হলো- ‘দেসিনার ওয়ার্ডপ্রেস ন্যাশনাল কনটেস্ট অন রিয়েলিস্টিক ড্রয়িং’ প্রতিযোগিতায় ‘কারোনা আও রিয়েলিজিমো’ চিত্রকর্মটির জন্য প্রথম স্থান অর্জন করা। এ ছাড়া ‘বিয়েনাল ক্রিস্তাল দে তেলেনতোস’ বইয়ে দুটি চিত্রকর্ম স্থান করে নেয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক আর সাংস্কৃতিক স্বীকৃতি অর্জন। বইটি ২০১০ সালে প্রকাশিত হয়।

২০১১ সালে মিল্লানি তার ‘রেজিলিয়েনসিয়া’ চিত্রকর্মটির জন্য আবারও ‘ডেজিনার ওয়ার্ডপ্রেস ন্যাশনাল কনটেস্ট অন রিয়েলিস্টিক ড্রয়িং’- প্রতিযোগিতায় প্রথম হন। এই চিত্রকর্মটি অ্যাক্রিলিকসের বর্ষপঞ্জিতেও জায়গা করে নেয়।

চলুন দেখে নিই তার আঁকা কিছু হাইপার রিয়েলিস্টিক ছবি।

এ বিভাগের আরো খবর