করোনায় আক্রান্ত হয়ে টানা দুই সপ্তাহ নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন বলিউড তারকা কারিনা কাপুর। অবশেষে সেই বন্দি জীবন থেকে মুক্ত হয়েছেন তিনি। তার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দিয়ে এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
করিনা লিখেছেন, ‘আমার কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এই দুঃসময়ে সব কিছু সামলে নেয়ার জন্য আমার প্রিয় দিদিকে ধন্যবাদ।’
করিনার সঙ্গেই আক্রান্ত হয়েছিলেন তার প্রিয় বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা। আপাতত তিনিও সুস্থ। তার উদ্দেশে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় অমৃতা, আমরা পেরেছি।’
একই সঙ্গে পাশে থেকে থাকার জন্য পরিবার, ঘনিষ্ঠ বন্ধু, চিকিৎসক, পৌরসভার কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন কারিনা।
ধন্যবাদ জানানোর দীর্ঘ তালিকা থেকে বাদ পড়েননি সাইফ আলি খানও। তার উদ্দেশে কারিনার লেখেন, ‘সব শেষে ধন্যবাদ জানাই আমার স্বামীকে। পরিবারের থেকে দূরে হোটেলের ঘরে ধৈর্য ধরে বন্দি থাকার জন্য।’
করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর সন্তানদের সঙ্গে দেখা ও আদর করার যে ব্যাকুলতা, সেটিও ফোটে উঠেছে কারিনার পোস্টে।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ছবি: সংগৃহীত
গত ১৩ ডিসেম্বর নিজের কোভিড আক্রান্তের খবর জানান অভিনেত্রী।
এর আগে করোনার আক্রান্তের সঠিক তথ্য না দেয়াই কারিনার বাড়ি সিলগালা করে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।
সেসময় বিএমসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘কারিনা কাপুর খানের বাড়ি সিল করা হয়েছে। উনি এখন পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের কর্মকর্তারা চেষ্টা করছেন, কতজন তার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।’
এরপরই তড়িঘড়ি করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে কারিনা জানান, তিনি করোনা আক্রান্ত হয়েছেন এবং তা জানা মাত্রই নিজেকে আইসোলেট করেছেন।
এর আগে কারিনার বিরুদ্ধে করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করার অভিযোগ আনেন বিএমসি।