বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রক ফেস্টে তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২১ ১৭:১২

সকাল সকাল কনসার্ট দেখতে এসেছেন তিন বন্ধু। তারা কনসার্টের খবর পেলেই সেখানে ছুটে যান। ঢাকা ও ঢাকার বাইরে সবখানেই তারা অংশ নেন কনসার্টে। ঢাকা রক ফেস্টের কথা শুনে আর নিজেদের সামলাতে পারেননি।

করোনার লাগাম টেনে আবারও স্বাভাবিক হয়ে উঠছে জীবনযাপন। শীত ঋতুতে চিরচেনা রক গানের কনসার্টে ফিরছে তরুণদের উন্মাদনা। বছরের একদম শেষভাগে আয়োজন করা হয়েছে ঢাকা রক ফেস্টের। আর সেখানে বসেছে তারুণ্যের উচ্ছ্বাস।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ঢাকা রক ফেস্টের আয়োজন। রক শুনতে সকাল ১০টা থেকেই লাইন ধরেন দর্শক-শ্রোতা। বেলা ১১টায় শুরু হয় গিটারের ছয় তার এবং ড্রামসের ঝঙ্কার।

হেভি মেটালের সঙ্গে হেড ব্যাঙে নিজেদের অনুভূতি প্রকাশ করেন তরুণ-তরুণীরা। বন্ধুদের নিয়ে দল বেঁধে তারা এসেছেন কনসার্ট উপভোগ করতে।

বিকাল পর্যন্ত মঞ্চ মাতিয়ে গেছে ব্যান্ড ব্রহ্মপুত্র, দ্য ট্রি, ক্রেজি, আফটার ম্যাথ। তাদের গানে কণ্ঠ মিলিয়ে একাত্মতা প্রকাশ করেন শ্রোতারা।

সকাল সকাল কনসার্ট দেখতে এসেছেন তিন বন্ধু। তারা কনসার্টের খবর পেলেই সেখানে ছুটে যান। ঢাকা ও ঢাকার বাইরে সবখানেই তারা অংশ নেন কনসার্টে। ঢাকা রক ফেস্টের কথা শুনে আর নিজেদের সামলাতে পারেননি।

আরেকজন রকভক্ত দেশের বাইরে ছিলেন। দেশে এসেছেন সম্প্রতি। শীতের রক কনসার্টের সেই মায়া ছাড়তে পারেননি। ঢাকা রক ফেস্টের কথা শুনে ছুটে এসেছেন কনসার্টে।

আফটার ম্যাথ ব্যান্ডের দুই গিটারিস্ট। ছবি: নিউজবাংলা

আরেক রকভক্ত জানালেন, এ আয়োজনে তারা অনেক আন্ডারগ্রাউন্ড রক ব্যান্ডের সঙ্গে পরিচিত হন। এ আয়োজনে এসে ব্রহ্মপুত্র ব্যান্ডের গান অনেক ভালো লেগেছে।

স্কাইট্র্যাকার লিমিটেডের আয়োজনে এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এ কনসার্টটি।

আয়োজনের উদ্দেশ্য নিয়ে স্কাইট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী দোজা এলান নিউজবাংলাকে বলেন, ‘করোনার কারণে আমরা এটা ইনডোর করেছি। আমরা এটা খোলা জায়গায় করতে চাই। নিশ্চয়ই আগামীতে হবে।’

গান শুনে তরুণদের উচ্ছ্বাস। ছবি: নিউজবাংলা

মূলত আন্ডারগ্রাউন্ড ব্যান্ডদের জন্যই ঢাকা রক ফেস্ট প্ল্যাটফর্ম জানিয়ে তিনি বলেন, ‘দেশে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দল কিন্তু অনেক। পাইপলাইনে অনেক ব্যান্ড রয়েছে। আমরা তাদের প্রমোট করতে চাই। তা না হলে নতুন ব্যান্ড আসতে পারবে না।’

আগামীতে রক ফেস্ট দুই দিনব্যাপী করার ইচ্ছা আয়োজকদের।

বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (আইসিসিবি) হল নং-৪ (নবরাত্রি)-এ ঢাকা রক ফেস্ট চলবে রাত ৮টা পর্যন্ত। মঞ্চে চার বছর পর গাইবে ব্যান্ড অর্থহীন। এ ছাড়া ওয়ারফেইজ, আরেকটা রক ব্যান্ডসহ মোট ১৫টি ব্যান্ডের গান দিয়ে শেষ হবে ঢাকা রক ফেস্ট ২.০।

এ বিভাগের আরো খবর