সোমবার সন্ধ্যায় রাজধানীর ব্লকবাস্টার সিনেমা হলে বিশেষ প্রদর্শনীর আয়োজন করে মৃধা বনাম মৃধা সিনেমা কর্তৃপক্ষ। সিনেমাটি সবার জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।
সিনেমা শুরুর আগে স্বাভাবিকভাবেই সবাই ছিলেন আনন্দের মুডে। বিশেষ করে অভিনেত্রী নোভা ফিরোজ। তিনি ছোট পর্দায় দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু বড় পর্দার জন্য অভিনয় করা হয়নি। এ সিনেমার মাধ্যমে তার অভিষেক হচ্ছে সিনেমায়।
প্রিমিয়ারের আগে নোভা বলছিলেন, ‘অনেক ভয় লাগছে। কিছুক্ষণ পরেই সিনেমাটি দেখবেন অতিথিরা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরও কেমন লাগবে সবার সেটা বুঝতে পারছি না।’
অভিনেতা তারিক আনাম খান বললেন, ‘পরিবার নিয়ে সিনেমা দেখার অভ্যাস তো আমাদের চলে গেছে। এ সিনেমাটি পরিবার নিয়ে দেখার মতো। পরিবারের সবাই মিলে সিনেমাটি দেখবেন।’
মৃধা বনাম মৃধা সিনেমার প্রিমিয়ারে আমন্ত্রিত অতিথিরা। ছবি: নিউজবাংলামৃধা বনাম মৃধা সিনেমাটি নামকরণের বিষয়ে তারিক আনাম খান বলেন, ‘আমরা আবাহনী-মোহামেডান শুনলেই যেমন একটু উত্তেজনা ফিল করি, তেমন একটা ফিল রাখার জন্যই হয়তো মৃধা বনাম মৃধা নামটি রাখা হয়েছে। আর মৃধা টাইটেলটি হয়তো কিছু আনকমন।’
সিনেমার প্রিমিয়ারের আগে সিয়াম তেমন একটা কথা বলেননি। অল্প কথায় বললেন, ‘এটা নতুন ভাষার বাণিজ্যিক সিনেমা। অনেকে অভিযোগ করেন পরিবার নিয়ে সিনেমা দেখতে পারেন না; এই সিনেমাটি আমরা পরিবারের গল্প নিয়েই বানিয়েছি।’
সিয়াম প্রিমিয়ারে তার বাবাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। এ অভিনেতা সবাইকে অনুরোধ করে বলেন, ‘দর্শকরা যার যার বাবাকে নিয়ে সিনেমাটি দেখবেন এবং সিনেমাটি শেষে বাবার দিকে একবার তাকাবেন। সিনেমাটি দেখার পর যদি এর রেশ থেকে যায়, তাহলেই আমাদের সার্থকতা।’
আয়োজনে সবচেয়ে চুপ ছিলেন পরিচালক রনি ভৌমিক। এ সিনেমার মাধ্যমে তিনিও আত্মপ্রকাশ করছেন পরিচালক হিসেবে।
তিনি বলেন, ‘সিনেমায় সব রকম এলিমেন্ট রেখে আমরা সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছি। সবাই যদি হলে এসে সিনেমাটি দেখেন, তাহলেই আমাদের কাজ সার্থক।
সবার কথা শেষে শুরু হয় সিনেমা প্রদর্শনী। যারা এতক্ষণ বলছিলেন সিনেমাটি নিয়ে, তারাই পর্দায় এলেন বিভিন্ন চরিত্রে।
সিনেমায় বাবার চরিত্রে তারিক আনাম খান, তার ছেলের চরিত্রে সিয়াম এবং সিয়ামের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নোভা। সিনেমার প্রায় শুরু থেকেই প্রেক্ষাগৃহে পাওয়া গেছে হাসির আওয়াজ। আবার শেষের দিকে নিস্তব্ধ নীরবতা ছিল পুরো প্রেক্ষাগৃহে।
প্রিমিয়ারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, সিয়াম আহমেদসহ অনেকে। সিনেমা দেখে মোশাররফ বলেন, ‘আমি হ্যাপি, আমার ধারণা দর্শকদের ভালো লাগবে। নানান রকম রস থাকে তো, অনেকগুলো রসই এখানে পাবেন। পরিবার, সম্পর্ক, সম্পর্কের টানাপোড়েন সবকিছুই দারুণভাবে পাবেন দর্শকরা।
অভিনেত্রী নোভা ফিরোজ ও অভিনেতা সিয়াম আহমেদ। ছবি: নিউজবাংলাপ্রদর্শনীর আগে যে অভিনয়শিল্পীরা উচ্ছ্বসিত ছিলেন, প্রদর্শনী শেষে তাদের চোখেই ছিল অশ্রু। সিয়াম তার পর্দার বাবা তারিক আনাম খানকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। নোভার চোখেও ছিল আনন্দ অশ্রু।
দর্শকরা সিনেমা হল থেকে বের হওয়ার সময় পরিচালক রনি ভৌমিককে জড়িয়ে ধরে সাধুবাদ জানিয়েছেন। দর্শকরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন পর্দার দৃশ্য তাদের কাঁদিয়েছে।