পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বলিউডের নন্দিত তারকা ও ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চনকে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির অর্থনৈতিক দুর্নীতি তদন্তে গঠিত গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
নয়াদিল্লির লোকনায়ক ভবনে সোমবার জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছিল ঐশ্বরিয়াকে।
২০১৭ সাল থেকে বিদেশে অর্থ পাচার ও সম্পদের পাহাড় গড়ার অভিযোগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে পানামাকাণ্ডে অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হয়।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ বছরের বিদেশি পেমেন্টের সব রেকর্ড এ দিন ইডির হাতে তুলে দেন ঐশ্বরিয়া।
পানামা পেপারস কেলেঙ্কারিতে অভিযুক্তদের যে তালিকা ইডির তদন্ত কর্মকর্তারা তৈরি করেছেন, তাতে সবার ওপরে রয়েছে জীবন্ত কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের নাম। এ ছাড়া বচ্চন পরিবারের আরও কয়েক সদস্যের নাম রয়েছে তালিকায়।
এর আগে জিজ্ঞাসাবাদের তারিখ দুইবার পিছিয়েছেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ। তবে ঐশ্বরিয়াকে তলব প্রসঙ্গে বচ্চন পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পানামা পেপারস-কাণ্ডে ফের অস্বস্তিতে পড়েছে বচ্চন পরিবার।