বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০০ কোটি রুপি প্রতারণা মামলায় ‘মিথ্যা সাক্ষ্য’ দিচ্ছেন জ্যাকলিন

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২১ ২০:৪৪

অভিনেত্রীর এই স্টেটমেন্ট শুনে এ মামলার মূল অভিযুক্ত সুকেশের দাবি মিথ্যা বলছেন জ্যাকলিন। তার দাবি, দেড় লাখ নয়, নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৮০ হাজার ডলার ট্রান্সফার করেছিলেন তিনি।

বহুল আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন বলে দাবি করেছেন এ মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর।

এই মামলায় একাধিকবার অভিনেত্রী জেরা করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

কিছুদিন আগে ইডির জেরার মুখে জ্যাকলিন জানিয়েছেন, সুকেশের কাছ থেকে দেড় লাখ ডলার ধার নিয়েছিলেন তার বোন।

অভিনেত্রীর এই স্টেটমেন্ট শুনে ইডির কাছে সুকেশ দাবি করেন মিথ্যা বলছেন জ্যাকলিন।

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

সুকেশের দাবি, দেড় লাখ নয়, নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৮০ হাজার ডলার ট্রান্সফার করেছিলেন তিনি। এছাড়াও জ্যাকলিনের মাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন তিনি।

সুকেশের সঙ্গে জ্যাকলিনের আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে বলে দাবি ইডির।

অল্প কিছুদিন আগেই দিল্লির এক আদালতে এ মামলার অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। সেখানে নাম রয়েছে অভিনেত্রীর।

সেই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এ মামলার মূল অভিযুক্ত সুকেশ তাকে অনেক কিছু উপহার দিয়েছেন।

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

এতে বলা হয়, জ্যাকলিনের পাওয়া উপহারের তালিকায় রয়েছে গয়না, মাটির পাত্র, চারটি পার্সিয়ান বিড়াল (এর মধ্যে একটির মূল্য ৯ লাখ রুপি) এবং ৫২ লাখ রুপি মূল্যের ঘোড়া।

ইডির অভিযোগপত্রে বলা হয়, জ্যাকলিনকে ১০ কোটি রুপি সমমূল্যের উপহার পাঠিয়েছেন সুকেশ।

সম্প্রতি অভিযুক্ত সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবি প্রকাশ পায়। ছবিটি ভাইরাল হতেই জ্যাকলিনের সঙ্গে সুকেশের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এ বিভাগের আরো খবর