প্রকাশ পেল বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও পারিবারির গল্পের সিনেমামৃধা বনাম মৃধার ট্রেলার।
বিডিফ্লিম বাজের ইউটিউব চ্যানেলে রোববার সকালে প্রকাশ পেয়েছে ২ মিনিট ২৪ সেকেন্ডের এ ট্রেলার।
কদিন আগেই চূড়ান্ত হয়েছে সিনেমাটির মুক্তির দিন। আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি।
এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ।
এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে রনি ভৌমিক এবং অভিনেত্রী হিসেবে নোভার অভিষেক হচ্ছে বড় পর্দায়।
এর আগে সিনেমাটির গল্প নিয়ে রনি নিউজবাংলাকে বলেন, ‘এটি একটি পারিবারিক গল্প। পরিবারের সবাই মিলে দেখতে পারবেন। এখানে মৃধা হলো পরিবারের টাইটেল।’
নোভা ফিরোজ ও সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত
তিনি জানান, সামাজিক প্রেক্ষাপটের গল্পে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ নানা বিষয় ফুটে উঠবে মৃধা বনাম মৃধায়।
এতে আরও অভিনয় করেছেন, সানজিদা প্রীতি, মিলন ভট্টাচার্য ও নিমা রহমানসহ অনেকে।
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রায়হান খানের এবং আবহ সংগীত করেছেন ইমন সাহা।