নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজিবের প্রেমের বিষয়টি দেশের বিনোদন জগতের বহুল চর্চিত বিষয়। বেশ আগে থেকেই এ নিয়ে কথা উড়ে বেড়াচ্ছে বিনোদন জগতে।
তবে মেহজাবিন বা রাজিব কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাদের কাছে জানতে চাইলে তারা তাদের প্রেমের খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।
এর আগে অনেক ছবি, অনেক মন্তব্যে ধারণা করা গেছে যে মেহজাবিন ও রাজিব সম্পর্কে জড়িয়ে আছেন। আবারও তেমন একটি পরিস্থিতি তৈরি হলো। শনিবার ইনস্টায় একটি ছবি পোস্ট করেছেন আদনান আল রাজিব। ছবিটি আবার তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে এনেছে।
এবারের ছবিটি তাদের সম্পর্ককে দৃঢ়ভাবে প্রকাশ করছে বলে মনে করছেন রাজিবের ইনস্টা অনুসারীরা। কারণ মেহজাবিনের সঙ্গে এমন ঘনিষ্ঠ ছবি রাজিব আগে কখনও পোস্ট করেননি।
সেলফিটি তুলেছেন রাজিব। তাতে দেখা যাচ্ছে, মেহজাবিন জড়িয়ে রয়েছেন রাজিবকে আর তার ডান হাত রাজিবের বাঁ বুকে অর্থাৎ হৃদয়ের ওপর।
ছবির ক্যাপশনে রাজিব লিখেছেন, ‘ভালোই লাগে।’ এ ছবি প্রকাশের মাধ্যমে কি রাজিব তার ভালোবাসা আর ভালোবাসার মানুষের কথা আনুষ্ঠানিকভাবে জানালেন?
বিষয়টি জানতে রাজিব ও মেহজাবিনকে অনেকবার ফোন করেও পাওয়া যায়নি। তারা কেউ ফোন রিসিভ করেননি।
রাজিবের পোস্ট করা ছবিতে অবশ্য মন্তব্য শুরু হয়ে গেছে। সেখানে দেশের নামকরা অভিনয়শিল্পী, সংগীতশিল্পীরাও মন্তব্য করেছেন।
সবাই তাদের ভালোবাসা জানিয়েছেন। অনেকে বলেছেন বিয়ে করে ফেলতে। একজন লিখেছেন, তিনি রাজিব-মেহজাবিনের সম্পর্কের কথা অনেক আগে থেকেই জানতেন।