বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক বছর কী কী সুবিধা পাবেন বিশ্বসুন্দরী হারনাজ

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৮

আগামী এক বছর মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন হারনাজ। এই পদের ফলে তিনি পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবেন। তাকে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব কর্মসূচিতে অংশ নিতে হবে।

মিস ইউনিভার্সের ৭০তম আসরের মুকুট উঠেছে ভারতের ২১ বছর বয়সী তরুণী হারনাজ সান্ধুর মাথায়।

বিশ্বসুন্দরীর মুকুট জয়ীরা এক বছরের জন্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন থেকে নানান সুবিধা পেয়ে থাকেন। তেমনই আগামী এক বছর বিভিন্ন সুবিধা পাবেন হারনাজও।

এক বছরের জন্য নিউ ইয়র্কের একটি বিলাসবহুল পেন্টহাউসে থাকার সুযোগ পাবেন তিনি, যা সাজানোও থাকবে বিলাসবহুল সামগ্রীতে।

আগামী এক বছর মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন হারনাজ। এই পদের ফলে তিনি পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবেন। তাকে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব কর্মসূচিতে অংশ নিতে হবে।

এই সময় তার পোশাক থেকে ত্বক, ডায়েট সবকিছুর খেয়াল রাখার জন্য থাকবেন বিশেষজ্ঞরা।

সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্সের ৭০তম আসরের মুকুটজয়ী হারনাজ সান্ধু। ছবি: সংগৃহীত

এই পুরো বছরের জন্য হারনাজ পাবেন নিজস্ব মেকআপ আর্টিস্ট। এমনকি তিনি কী খাবেন, কীভাবে নিজের ত্বকের খেয়াল রাখবেন সবকিছুই খুঁটিয়ে নজর রাখার জন্য থাকবে আলাদা আলাদা ব্যক্তি।

এ ছাড়া এসব দায়িত্ব পালন করার জন্য প্রতি মাসে মোটা অঙ্কের বেতন পাবেন হারনাজ।

মিস ইউনিভার্সের ৭০তম আসরের মুকুটজয়ী হারনাজ সান্ধু। ছবি: সংগৃহীত

গত ১২ ডিসেম্বর ইসরায়েলের ইলাত শহরে বসেছিল ২০২১ মিস ইউনিভার্সের ফাইনাল আসর। ৭৯টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে বিশ্বসুন্দরীর মুকুট ছিনিয়ে আছেন হারনাজ। আর এর মধ্য দিয়েই ২১ বছর পর বিশ্বসুন্দরীর মুকুট এসেছে ভারতের মাটিতে।

এর আগে দুবার মিস ইউনিভার্স পেয়েছে ভারত। ২০০০ সালে লারা দত্তের আগে ১৯৯৪ সালে এই মুকুট পরেন সুস্মিতা সেন। এবার তাদের সঙ্গে নাম বসালেন পাঞ্জাবের মেয়ে হারনাজ।

এ বিভাগের আরো খবর