চলতি বছর জুলাইয়ে মুক্তি পায় বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন অভিনীত সিনেমা মিমি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
সিনেমাটিতে অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বলিউড অভিনেত্রী।
ছবিতে সারোগেট মায়ের চরিত্রে দেখা যায় কৃতিকে। পর্দায় নিজের চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে ১৫ কেজি পর্যন্ত ওজন বাড়িয়েছিলেন অভিনেত্রী।
কৃতির এই কৃতিত্বকে শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তাকে ‘লেডি আমির খান’ আখ্যা দেয়া যেতে পারে কি না।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার সময় তাকে এই প্রশ্ন করা হয়। জবাবে কৃতি বলেন, ‘না না একদম না। আমাকে এসব বলে চাপে ফেলবেন না। আমার পক্ষে আমির স্যারকে ছোঁয়া এখনও অনেক দূরের বিষয়।’
কৃতি আরও বলেন, ‘তবে হ্যাঁ, এ ব্যাপারে একটি কথা বলতে চাই। মিমির জন্য খুব পরিশ্রম করেছিলাম। আর কোনো চরিত্রে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যখন আপনি আপ্রাণ চেষ্টা করেন এবং দর্শকের তা ভালো লাগে, সেটাই সবচেয়ে বড় পাওয়া। একজন শিল্পীর পক্ষে সেটা দারুণ তৃপ্তিদায়ক, এটুকু বলতে পারি।’
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত
বেশ কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেন কৃতি।
ক্যাপশনে তিনি লেখেন, ‘মিমির জন্য ১৫ কেজি ওজন বাড়ানো নিঃসন্দেহে চ্যালেঞ্জ ছিল আমার কাছে, কিন্তু পরবর্তী সময়ে সেটা ঝরানো মুখের কথা নয়।’
এ মুহূর্তে অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। অক্ষয়ের নায়িকা হিসেবে বচ্চন পাণ্ডেতে থাকছেন তিনি। এ ছাড়াও আদিপুরুষ সিনেমায় প্রভাসের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি ভেড়িয়া, গণপত, শেহজাদার মতো আলোচিত সিনেমা রয়েছে কৃতির হাতে।