ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (ডিআইএফএফ) ২০তম আসর শুরু হতে যাচ্ছে জানুয়ারির ১৫ তারিখে, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। উৎসবের দশটি বিভাগে প্রদর্শিত হবে দেশ-বিদেশের বিভিন্ন দৈর্ঘের শতাধিক সিনেমা।
উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বেশ কটি দেশের সিনেমা। যার মধ্যে তিনটি সিনেমার হবে ঢাকা প্রিমিয়ার। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ডিআইএফএফ-এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইনচার্য রুহুল রবিন খান। এ ছাড়া উৎসবের ওয়েব সাইটেও সিনেমাগুলোর নাম প্রকাশ করা হয়েছে।
এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে এশিয়ার বিভিন্ন দেশের ২০টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা মায়ার জঞ্জাল। সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও দেশের দর্শকরা এখনও সিনেমাটি দেখতে পাননি। ডিআইএফএফ-এর মাধ্যমে হবে সিনেমাটির ঢাকা প্রিমিয়ার।
মায়ার জঞ্জাল সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের ফড়িং খ্যাত পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমার অন্যতম প্রযোজক দেশের নির্মাতা জসিম আহমেদ।
প্রযোজক তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার একমাত্র সিনেমা মায়ার জঞ্জাল (ডেবরি অফ ডিজায়ার) দেখার জন্য।’
সিনেমায় অভিনয় করেছেন দেশের ওয়াহিদা মল্লিক জলি, অপি করিম, সোহেল মন্ডল, কলকাতার পরাণ বন্দোপাধ্যায়, ব্রাত্য বসু, ঋত্বিক চক্রবর্তীসহ অনেকে।
ঢাকা প্রিমিয়ার হতে যাওয়া আরও দুটি সিনেমা হল আজব কারখানা ও শিমু। দুটি সিনেমাই দেখানো হবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে।
সরকারি অনুদানের আজব কারখানা সিনেমাটি পরিচালনা করেছেন শবনম ফেরদৌসী। এতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, দেশের দোয়েলসহ অনেকে।
শিমু সিনেমাটির আগের নাম ছিল মেড ইন বাংলাদেশ। সিনেমাটির নাম বদল করা হয়েছে। এটি পরিচালনা করেছেন আন্ডার কনস্ট্রাকশন খ্যাত পরিচালক রুবাইয়াত হোসেন।
এই সিনেমাটিও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও দেখতে পাননি দেশের দর্শকরা।
বাংলাদেশ প্যানারোমা বিভাগে আরও প্রদর্শিত হবে লাল মোরগের ঝুঁটি, হাল্ট, ঢাকা ড্রিম, দ্য ম্যান হু ওয়ান্টস টু শেয়ার হিজ পারসোনাল ই-মেইল উইথ ইউ, কালবেলা, দ্য আনওয়ান্টেড টুইন, চন্দ্রাবতী কথা, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়।
‘অপরাজিত’ উপন্যাসের শেষাংশের ওপর ভিত্তি করে নির্মিত অভিযাত্রিক: দ্য ওয়ান্ডার লাস্ট অব অপু সিনেমাটি প্রদর্শিত হবে উৎসবে। সিনেমাটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। প্রথমে সিনেমায় দেশের আরিফিন শুভর অভিনয় করার কথা ছিল জন্য এদেশের দর্শকদের কাছে সিনেমাটি আলাদা আবেদন তৈরি করে।
এ ছাড়া কলকাতার বিরসা দাশগুপ্ত পরিচালিত থ্রিলার সিনেমা মুখোশও প্রদর্শিত হবে উৎসবে। মুখোশ হইচইতে মুক্তি পেয়েছে বেশ কিছুদিন হল।