সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে ভক্ত-অনুরাগীদের সঙ্গে এক ধরনের যোগাযোগ গড়ে ওঠে তারকাদের। সেখানে উপচে পড়ে প্রশংসার পাশাপাশি কটাক্ষের শিকারও হন তারকারা।
তবে কোনো অনুরাগীর জীবন নষ্ট করে দেয়ার মতো অভিযোগের মুখে তারকাদের পড়ার ঘটনা বিরল। যদিও এমনটাই ঘটেছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অভিনেত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন এক ভক্ত। আর তা দেখে হেসে খুন অভিনেত্রী। সঙ্গে ‘স্যরি’ও বলেছেন।
পরম ছায়া নামের ওই টুইটার ব্যবহারকারী যুবক কৃতিকে ট্যাগ করে লেখেন, “ছোটবেলায় স্কুলে আমাকে কোনো কিছুই বিব্রত করেনি। আমি তাদের ওপরও রাগ করিনি যারা আমার নাম ও পদবি নিয়ে মশকরা করেছে, তবে যেদিন থেকে কৃতি শ্যাননের ‘পরম সুন্দরী’ (গান) এসেছে, আমাকে ইতোমধ্যে অন্তত এক হাজার বার এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। কেন এমনটা করলে কৃতি? কেন আমার জীবন নষ্ট করলে?”
পোস্টের সঙ্গে হাসির ইমো জুড়ে দিয়েছেন তিনি।
অনুরাগীর টুইটে কৃতির রিপ্লাই। ছবি: সংগৃহীত
অনুরাগীর এই অভিযোগ শুনে বিস্মিত নায়িকা প্রতিক্রিয়াও জানিয়েছেন। টুইটারের রিপ্লাইয়ে কয়েকটি হাসির ইমো জুড়িয়ে দিয়ে কৃতি লেখেন, ‘ওপস!! স্যরি!’
কৃতি অভিনীত মিমি সিনেমার গান ‘পরম সুন্দরী’। চলতি বছরে বলিউডের অন্যতম সুপারহিট গান এটি। এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।
মিমিতে সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। তিনি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠিকে। গত ২৬ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত
এদিকে অক্টোবরে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত সিনেমা হাম দো হামারে দো। মুক্তির অপেক্ষায় অভিনেত্রীর আরও একগুচ্ছ সিনেমা।
অক্ষয়ের নায়িকা হিসেবে বচ্চন পাণ্ডেতে থাকছেন তিনি। এ ছাড়াও আদিপুরুষ সিনেমায় প্রভাসের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি ভেড়িয়া, গণপত, শেহজাদার মতো চর্চিত সিনেমা রয়েছে কৃতির হাতে।