অপু বিশ্বাস এবং জয় চৌধুরী অভিনীত প্রেম প্রীতির বন্ধন সিনেমায় রাধা-কৃষ্ণ সেজেছেন দুই অভিনয়শিল্পী। গানের একটি অংশে তাদেরকে দেখা যাবে এ লুকে।
‘পাগল মন’ শিরোনামের একটি গানে বেশ কটি অতি পরিচিত চরিত্রে হাজির হবেন জয় ও অপু। যার মধ্যে একটি হলো রাধা-কৃষ্ণ।
চিত্রনায়ক জয় নিউজবাংলাকে বলেন, ‘সিনেমার একটি গানে বেশ কয়েকটি চরিত্রে হাজির হব আমরা। এরই মধ্যে আমরা বেদের মেয়ে জোসনা সাজে শুটিং করে ফেলেছি। গতকাল (মঙ্গলবার) এফসিডিতে রাধা-কৃষ্ণের লুকে শুট হয়েছে। আরও কিছু চরিত্রে শুটিং বাকি আছে।’
‘পাগল মন’ গানটিতে পুরনো ‘পাগল মন’ গানের কিছু কথার পাশাপাশি নতুন কথাও আছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জাবেদ আহম্মেদ কিছলু। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা। গানটির কোরিওগ্রাফি করেছেন এ কে আজাদ।
পাগল মন গানের দৃশ্যে অপু ও জয়। ছবি: সংগৃহীত
সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটির এখনও ত্রিশ শতাংশ কাজ এবং দুটি গানের শুটিং বাকি রয়েছে। কক্সবাজারে কিছু শুটিং হওয়া বাকি। ১২ ডিসেম্বরের মধ্যে সিনেমার কাজ শেষ হবে বলে জানান জয়।
আর ‘পাগল মন’ গানটির কপিরাইট কিনেই নতুনভাবে ব্যবহার করা হচ্ছে বলে জনান চিত্রনায়ক জয় চৌধুরী।
জয় তার ফেসবুকে গানের দৃশ্যের কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘পাগল মন-রিমেক। প্রথম কোনো চরিত্রকে ফুটিয়ে তুলতে আমার কষ্টটা একটু বেশিই হলো, যদিও এটি গানের একটি পার্ট, ডিউরেশন ছিল মাত্র ১ মিনিট এর মতো কিন্তু ডেডিকেশন ছিল অনেক বেশি। রাধা অপু বিশ্বাস অনেক ভালো করলেও আমি কেমন করছি জানি না যাই হোক সবাই দোয়া করবেন।’