ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট দুজনেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। প্রথমজন বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা আর দ্বিতীয়জন বর্তমান।
তবে সেসব বিতর্ক ছাপিয়ে এই দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব, কিন্তু ক্যাটরিনার একটি স্বভাব একেবারেই পছন্দ নয় আলিয়ার।
এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন আলিয়া। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ক্যাটরিনাও।
আলিয়া বলেছিলেন, ‘ক্যাটরিনার একটি স্বভাব আমার একদম ভাল লাগে না। সে খুব দেরি করে মেসেজের উত্তর দেয়।’
একই সঙ্গে আলিয়ার অনুযোগ, ক্যাটরিনা নিজের অনুভূতি নিয়ে কথা বলেন না। চুপ করে থাকেন।
তবে আলিয়ার অভ্যাস নিয়েও বলতে ছাড়েননি ক্যাটরিনা।
তিনি বলেন, ‘আমি দেখতে পাই আলিয়া অনলাইন থাকে। আমার পাঠানো মেসেজ পড়ে, কিন্তু উত্তর দেয় না। ওর এই অভ্যাসও আমার ভাল লাগে না।’
আগামীতে জি লে জারা নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ক্যাটরিনা ও আলিয়া। এতে তাদের সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। রোড ট্রিপ আমেজের সিনেমাটি জি নির্মাণ করবেন ফারহান আখতার।