বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আশা করি তোমাকে গর্বিত অনুভব করাতে পারব, বাবা’

  •    
  • ২৭ নভেম্বর, ২০২১ ১৩:০১

‘মিলি’র জার্নি দর্শকরা অনুভব করতে পারবে উল্লেখ করে জাহ্নবী লেখেন, ‘আশা করছি সিনেমা দেখার সময় প্রতি মুহূর্তে দর্শকও আমাদের এই জার্নি অনুভব করবেন।’ সবশেষে বাবার উদ্দেশে তিনি লেখেন, ‘আশা করছি আমরা তোমাকে গর্বিত অনুভব করাতে পারব, বাবা। এই জার্নিটার জন্য অনেক ধন্যবাদ।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রতিনিয়তই ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানা ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

কখনো নিজের ছবি-ভিডিও, আবার কখনো পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত উঠে আসে জাহ্নবীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

সম্প্রতি অভিনেত্রী তার আসন্ন সিনেমা মিলির শুটিং শেষ করেছেন। প্রযোজক বাবা বনি কাপুরের সঙ্গে এটিই তার প্রথম সিনেমা।

এ নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাহ্নবী তার বাবা বনির উদ্দেশে লেখেন, ‘মিলির শুটিং শেষ হলো। বাবার সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা। আমি বাবাকে আগে নানা সময় সিনেমার গল্প শুনতে দেখেছি একজন প্রযোজক হিসেবে, কিন্তু তোমার সঙ্গে কাজ করে অনুভব করতে পারছি তুমি কতটা ধীরস্থির।

‘অবশেষে এটাও বুঝতে পারছি, কেন এতদিন সবাই বলেছে যে, একটা সিনেমা তৈরির সময় তুমি তোমার মনপ্রাণ পুরোটাই উজাড় করে দাও। প্রতিটা সিনেমাই কীভাবে তোমার কাছে বিশেষ হয়ে ওঠে। তাই তোমার সঙ্গে প্রথমবার কাজ করা এ সিনেমা আমার কাছে বিশেষ।’

একই সঙ্গে পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘মিলির এই সুন্দর জার্নির গল্প শেষ হবে না যদি না মাথুকুট্টি জেভিয়ার স্যারের প্রতি কৃতজ্ঞতা না জানাই। ছবির প্রতি তার ভালোবাসা অসম্ভব বেশি।’

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

মিলির এ জার্নি যে দর্শকরাও অনুভব করতে পারবেন, তা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘আশা করছি সিনেমা দেখার সময় প্রতি মুহূর্তে দর্শকও আমাদের এই জার্নি অনুভব করবেন।’

সবশেষে বাবার উদ্দেশে জাহ্নবী লেখেন, ‘আশা করছি আমরা তোমাকে গর্বিত অনুভব করাতে পারব, বাবা। এই জার্নিটার জন্য অনেক ধন্যবাদ।’

মালয়ালম সিনেমা হেলেন-এর হিন্দি রিমেক মিলি। এর প্রধান চরিত্র জাহ্নবী।

মূল সিনেমার পরিচালকও ছিলেন মাথুকুট্টি জেভিয়ার। ২০১২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

থ্রিলারধর্মী সিনেমাটি ইতোমধ্যে তেলেগু ও তামিল ভাষায় নির্মাণ হয়েছে।

মিলি ছাড়াও জাহ্নবীর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এর মধ্যে আছে দোস্তানা টু, গুড লাক জেরি ও মিস্টার অ্যান্ড মিসেস মাহি।

এ বিভাগের আরো খবর