বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্রান্সে দুটি শাখায় পুরস্কার জিতল ‘শব্দের ভেতর ঘর’

  •    
  • ২৬ নভেম্বর, ২০২১ ২৩:১০

বেস্ট ফরেন ফিল্ম ও বেস্ট ইয়াং ফিল্মমেকার বিভাগে বিজয়ী হয়েছে সিনেমাটি। প্রতি মাসের সেরা সিনেমা নিয়ে বছর শেষে হবে আরও একটি উৎসব। সেখানেও নির্বাচন করা হবে বিভিন্ন বিভাগের সেরাদের।

কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের দুটি শাখায় পুরস্কার জিতল দেশের সিনেমা শব্দের ভেতর ঘর (দ্য হোম ইন সাউন্ড) সিনেমা। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পরিচালক।

এছাড়া শুক্রবার উৎসব কর্তৃপক্ষ ফেসবুক পেজে প্রকাশ করেছে বিজয়ী সিনেমাগুলোর নাম।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার এ আসরে প্রতি মাসে বিভিন্ন দেশ থেকে জমা পড়ে বহু চলচ্চিত্র। সেসবের মধ্যে শব্দের ভেতর ঘর মনোনয়ন পায় বেস্ট ফরেন ফিল্ম, বেস্ট এশিয়ান ফিল্ম ও বেস্ট ইয়াং ফিল্মমেকার শাখায়।

এর মধে থেকে বেস্ট ফরেন ফিল্ম ও বেস্ট ইয়াং ফিল্মমেকার বিভাগে বিজয়ী হয়েছে সিনেমাটি। প্রতি মাসের সেরা সিনেমা নিয়ে বছর শেষে হবে আরও একটি উৎসব। সেখানেও নির্বাচন করা হবে বিভিন্ন বিভাগের সেরাদের।

গল্পে দেখা যায়, সাগরপারের এক তরুণের স্বপ্ন একদিন সে নিজে ট্রলার নিয়ে সমুদ্রে যাবে মাছ ধরতে। কিন্তু জীবনসংগ্রামে সমুদ্রের ঢেউয়ের মতো দুলতে থাকা তার সেই স্বপ্ন পূরণ হয় কি না তা আর জানা যায় না।

শব্দের ভেতর ঘর স্বল্পদৈর্ঘ্য সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

১৮ মিনিট ৩৭ সেকেন্ডের এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাক্ষ্য শহীদ। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মাসুম শহরিয়ার।

তরুণ চলচ্চিত্রকার ফুয়াদ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধাতার মধ্যে কাজ করতে হয়। যার কারণে ফাইনাল আউটপুটটা ভালো হয় না। তারপরও যে সিনেমাটি দুটি বিভাগে পুরস্কার জিতবে, তা ধারণাই করিনি কখনও। আজ (শুক্রবার) সকালেই বিষয়টি জানতে পেরেছি। খুব ভালো লাগছে।’

এর আগে রাজশাহী ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ও হিল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে ফুয়াদের এ সিনেমা। এছাড়া গোয়া, পুনে ও কেরালার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের আমন্ত্রণ পেয়েছিল শব্দের ভেতর ঘর।

এ বিভাগের আরো খবর