বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কঙ্গনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

  •    
  • ২১ নভেম্বর, ২০২১ ১৭:৫৮

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সংগঠনটির অভিযোগ, ‘কঙ্গনা রানাউত পরিচিত অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৭ মিলিয়নের বেশি। এই অবস্থায় তার দায়িত্বজ্ঞানহীন, উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যে দেশের গণতন্ত্রের প্রতি বিরূপ প্রভাব পড়তে পারে।’

বিতর্কিত মন্তব্যের জেরে বলিউড অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

সম্প্রতি ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইনস্টাগ্রামে ভারতকে ‘জেহাদি দেশ’ বলে বিতর্কিত মন্তব্য করেন অভিনেত্রী।

কৃষি আইন প্রত্যাহার ঘোষণার সপক্ষে এক নেটিজেন একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘রাস্তার শক্তিই হলো আসল শক্তি, আজ এ কথাই প্রমাণিত হলো।’ সেই সঙ্গে হ্যাশটাগ দিয়ে লেখেন, ‘কৃষক প্রতিবাদ’।

সেই পোস্টের একটি স্ক্রিনশট নিয়ে পাল্টা কঙ্গনা লেখেন, ‘দুঃখজনক, লজ্জাজনক এবং অত্যন্ত অন্যায়। সংসদ জনপ্রতিনিধিরা নয়, রাস্তার মানুষজনরা যদি আইন তৈরি করতে শুরু করে তাহলে এটাও একটি জেহাদি দেশ। তাদের সবাইকে অভিনন্দন, যারা এই কামনা করছিল।’

কঙ্গনার এমন মন্তব্যে দেশের গণতন্ত্রের প্রতি বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে দেশটির অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের যুব সংগঠন ‘ভারতীয় যুব কংগ্রেস’।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সংগঠনটির অভিযোগ, ‘কঙ্গনা রানাউত পরিচিত অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৭ মিলিয়নের বেশি। এই অবস্থায় তার দায়িত্বজ্ঞানহীন, উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যে দেশের গণতন্ত্রের প্রতি বিরূপ প্রভাব পড়তে পারে।’ তাই এর বিহিত চেয়ে আইনের দ্বারস্থ হয়েছে যুব কংগ্রেস।

জানা গেছে, অভিনেত্রীর বিরুদ্ধে ১২৪-এ, ৫০৪ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের হয়েছে।

সম্প্রতি ভারতের স্বাধীনতা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘ভারতের আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছিল। ১৯৪৭ সালে যেটা ছিল, সেটা ভিক্ষা।’

এই মন্তব্যের জেরে তার নামে এফআইআরও করেন আদমি পার্টির (এএপি) এক নেতা।

এ বিভাগের আরো খবর