‘ভাল লাগে না, মরিচের ঝাল আর ঝাল লাগে না, পুইশাক পানি খেয়ে তাল লাগে না, আগুনের দিনগুলো কেন কাটে না, আত্মার সুখ নাই’- গানের কথার কিছু অংশ এমন।
‘গালি বয়’ খ্যাত রানার কণ্ঠে কথাগুলো শোনা যায় র্যাপের ঢংয়ে।
অন্যদেক তাবিব মাহমুদও আছেন। তিনি বলেছেন, ‘বালকের হাতে ফোন, করি ফোন, কানে ফোন, সেল ফোনে পড়ে থাকি সারাক্ষণ, অন্যের ঘরে করি আলাপন’। তিনিও গাইলেন র্যাপের ঢংয়ে।
এমন আরও অনেক হেসাব না মেলার কথামালা নিয়ে ‘হিসাব মিলেনা’ গান প্রকাশ করেছে তাবিব-রানা জুটি। শুক্রবার গানটি প্রকাশ পেয়েছে ইউটিউবে।
তাবিব মাহমুদের কথায় গানে আরও কণ্ঠ দিয়েছেন শোয়েব আহমেদ সজিব এবং গানটির মিউজিক প্রোডিউসার এলএমজি বিটসের শুভ্র রানা।
গানের মিউজিক ভিডিওতে ব্ল্যাকবোর্ড কাঁধে নিয়ে তাবিব মাহমুদকে দেখা গেছে মডেল হিসেবে। সাদা চুল-দাড়িতে হিসেব না মেলাতে পাড়া এক বয়স্ক মানুষ হয়ে ধরা দিয়েছেন তিনি।