তুমুল আলোচিত ও ব্যবসা সফল সিনেমা কাহানির পরিচালক সুজয় ঘোষের নতুন সিনেমা বব বিশ্বাস। কাহানি সিনেমায় শাশ্বত চট্টোপাধ্যায়ের ছোট যে চরিত্রটি ছিল, সেটিই এবার পর্দায় আসছে বড় পরিসরে।
তবে ববের চরিত্রে এবার অভিষেক বচ্চন। সিনেমার কাজ শুরু হয়েছে অনেক আগেই। সিনেমায় অভিষেকের লুকও আনঅফিশিয়ালি প্রকাশ পেয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এবার পাওয়া গেল অফিশিয়াল ভিডিও। আড়াই মিনিটের ট্রেলার প্রকাশ পেয়েছে সিনেমার। দর্শকদের জন্য এটি শেয়ার করেছেন অভিষেকই।
বব বিশ্বাস নামের ভাড়াটে খুনি গল্পের মূল চরিত্র। ট্রেলার দেখে তো পিঠ বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাওয়ার অবস্থা। জমেছে ভয় আর ঘৃণা।
ট্রেলারে বিভিন্নভাবে বোঝানো হয়েছে এটি একটি রহস্যময় মনস্তাত্ত্বিক খুনির গল্প। যেখানে ববের কিছুই মনে নেই কিন্তু তিনি খুব খারাপ মানুষ।
অভিষেকের স্ত্রীর ভূমিকায় আছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তা ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে কাঞ্চন মল্লিক, দিতিপ্রিয়া রায়, রজতাভ দত্ত অভিনয় করেছেন।
সিনেমার অন্যতম প্রযোজক রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষে গৌরী খান।