বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবচেয়ে খারাপ চুমুর দৃশ্যটি করেছিলেন সাইফ-রানী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ নভেম্বর, ২০২১ ১৭:১৫

শুটিং সেটে আসার সময় যখন তারা গাড়িতে, তখন মূল আলোচনা শুরু করেন রানী। সাইফের কাছে অভিনেত্রী আবদার করে বলেন, ‘তুমি বলে দাও যে, তুমি চুমুর দৃশ্যে অভিনয় করতে চাও না।’

১৭ বছর আগের কথা। বলিউডে মুক্তি পায় সিনেমা হাম তুম। সিনেমাটি পায় তুমুল জনপ্রিয়তা, হয় ব্যবসাসফল।

সিনেমাটির শিরোনাম সংগীতে একটি চুমুর দৃশ্য রয়েছে। ১৭ বছর পর সেই চুমুর দৃশ্যটিতে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করলেন সিনেমাটির কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী রানি মুখার্জি ও সাইফ আলী খান।

গানটিতে পারফর্ম করার জন্য শুটিং স্পটে সকালেই পৌঁছান রানী ও সাইফ। দুজনের দেখা হওয়ার পর থেকেই সাইফের সঙ্গে খুব মিষ্টি করে কথা বলছিলেন রানী।

শুটিং সেটে আসার সময় যখন তারা গাড়িতে, তখন মূল আলোচনা শুরু করেন রানী। সাইফের কাছে অভিনেত্রী আবদার করে বলেন, ‘তুমি বলে দাও যে, তুমি চুমুর দৃশ্যে অভিনয় করতে চাও না।’

নায়ক সাইফ বলেন, ‘আমি এসব করতে পারব না। আমাকে আমার বস নির্দেশ দিয়েছেন।’

রানী বলেন, ‘আমার মনে হয় না যে আমি পর্দায় চুমু খেতে সাবলীল।’ রানীকে অনেক বুঝিয়ে রাজি করানো হয়।

সাইফের ভাষ্যে, ‘তার পরে আমরা যে চুমু খেলাম, সেটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সব থেকে খারাপ চুমু।’

রানীর দাবি, তিনি খুবই অস্বস্তিতে ছিলেন। রানীর সাহায্য পাননি বলে সাইফেরও আরাম হয়নি দৃশ্যটিতে।

কিন্তু পর্দায় সেসবের কিছুই বোঝা যায়নি। রোমান্সের উদাহরণ হিসেবে দৃশ্যটি হয়ে গেছে দৃষ্টান্ত।

এসব কথা বলতে বলতে হেসে লুটোপুটি সাইফ-রানী।

১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে এই জুটির নতুন সিনেমা বান্টি অর বাবলি ২ । তার প্রচারণার অংশ হিসেবে ইউটিউব চ্যানেলে আড্ডায় বসেছিলেন এ দুই তারকা। হাম তুম ছাড়াও তা রা রাম পাম, থোড়া পেয়ার থোড়া ম্যাজিক সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন তারা, পেয়েছেন দর্শকপ্রিয়তাও।

এ বিভাগের আরো খবর