জাদুঘরে সংরক্ষিত নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে ‘জাতীয় জাদুঘর বিল, ২০২১’ নামে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের পঞ্চম দিন বৃহস্পতিবার বিলটি উত্থাপন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
পরে বিলটি পরীক্ষা করে রিপোর্ট দিতে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়, জাদুঘরের স্থাবর নিদর্শন কেউ ধ্বংস বা ক্ষতি করলে ১০ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আর অস্থাবর নিদর্শন চুরি, পাচার, ধ্বংস, নষ্ট, পরিবর্তন বা ক্ষতি করলে সর্বোচ্চ ৫ বছরের জেল বা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এ ছাড়া কেউ জাদুঘরের নিদর্শনের ওপর খোদাই করলে বা কিছু লিখলে সর্বোচ্চ এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ বাতিলের ধারাবাহিকতায় এই বিলটি আনা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ, ১৯৮৩ রহিত করে নতুন আইনটি প্রণয়ন করা হচ্ছে।
বিলে বলা আছে, জাদুঘরের পরিচালনায় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করবেন সংস্কৃতিমন্ত্রী/প্রতিমন্ত্রী। আর জাদুঘরের মহাপরিচালক সরকার নিয়োগ করবে।
আগের আইনে জাদুঘরের কিউরেটর পদ ছিল না, তবে সংসদে আনা বিলে কিউরেটরের পাশাপাশি সহকারী কিউরেটর পদও রাখা হয়েছে।