ভুবন মাঝি ও গণ্ডির পরিচালক ফাখরুল আরেফীন খানের নতুন সিনেমা জে কে ১৯৭১। সেপ্টেম্বরে এই সিনেমার শুটিং শুরু হয় কলকাতায়। সোমবার শেষ হয়েছে দৃশ্যধারণের সব কাজ।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন পরিচালক ফাখরুল আরেফীন খান। পুরো ইউনিট ঢাকায় এলেও তিনি এখন কলকাতা আছেন। দেশে ফিরবেন ২০ নভেম্বর।
ফাখরুল বলেন, ‘আমাদের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এখন সম্পাদনা এবং কালারের কাজ চলছে।’
জে কে ১৯৭১ সিনেমাটিকে আন্তর্জাতিক সিনেমা বলছেন পরিচালক। তিনি বলেন, ‘সিনেমাটি আন্তর্জাতিক। কারণ, এটি আমরা ইংরেজি আর ফ্রেঞ্চ ভাষায় নির্মাণ করছি। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের কোনো সিনেমা ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় নির্মিত হয়নি।’
জে কে ১৯৭১ সিনেমাটি বাংলাদেশে কোন ভাষায় মুক্তি পাবে জানতে চাইলে ফাখরুল বলেন, ‘সেটা এখনও ঠিক করি নাই। হয়তো বাংলায় ভাষান্তর করে মুক্তি পেতে পারে বা ইংরেজি ও ফ্রেঞ্চেই মুক্তি পাবে।’
সিনেমার পুরোটার শুটিং হয়েছে কলকাতায়। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিদেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এই সিনেমার চিত্রনাট্য করেছেন দেশের খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা।
জে কে মূলত ফরাসি শব্দ। এটি ফ্রান্সের একজনের নাম। তার ভূমিকায় অভিনয় করছেন কলকাতার শুভ্র সৌরভ দাস এবং পাইলটের চরিত্রে দেখা যাবে সব্যসাচীকে। আরও অভিনয় করছেন দেশের আমান খান।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর। প্যারিসের কাছে অরলি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ৭২০ বি ফ্লাইটটি উড্ডয়ন করতে যাচ্ছিল। এমন সময় বিমানের ককপিটে এক হাতে পিস্তল অন্য হাতে বোমার মতো দেখতে একটি ব্যাগ নিয়ে ঢুকে পড়েন এক ফরাসি যুবক।
এ ঘটনা নিয়েই সিনেমার কাহিনি। সিনেমাটি মুক্তি দেয়ার কথা ছিল গত মার্চে কিন্তু তা সম্ভব হয়নি; এখন পরিচালক পরিকল্পনা করছেন আগামী বছর মার্চে সিনেমাটি মুক্তির জন্য।
সিনেমায় একটি গান থাকবে, যেটি গাইবেন নাসিম আলী খান। এর সংগীত পরিচালনা করবেন পার্থ বড়ুয়া।
পরিচালক মনে করেন, এই সিনেমার মাধ্যমে অন্ধকারে থাকা একটি ইতিহাস দেশ-বিদেশের মানুষ জানতে পারবেন। সেই সঙ্গে ফ্রান্সের জো কুয়েকে ফ্রেন্ড অফ বাংলাদেশ খেতাব দেয়ার দাবি জানানো হবে।