বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মীর প্রস্তুতি শুরু

  •    
  • ১৬ নভেম্বর, ২০২১ ১৬:৪৯

বিএনপির চেয়ারপারসনের চরিত্রে অভিনয় নিয়ে এলিনা বলেন, ‘আমি শুটিং নিয়ে চিন্তিত না, কারণ যাদের সঙ্গে কাজ করব তারা শুনেছি অনেক অর্গানাইজড। তাই সেটা নিয়ে আমি টেনশন করছি না। আমার পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে কিছুটা চিন্তিত। দেখছি নিউজ যা হচ্ছে, তার নিচে এরই মধ্যে নানা রকম মন্তব্য শুরু হয়ে গেছে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা বঙ্গবন্ধু। এই সিনেমার অধিকাংশ অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে মুম্বাইতে। বাকি আরও কিছু শুটিং। আর তা হবে বাংলাদেশে। আর এই অংশে যুক্ত হচ্ছে আরও কিছু চরিত্র, যার মধ্যে অন্যতম খালেদা জিয়া।

জানা গেছে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু সিনেমার বাংলাদেশ অংশের শুটিং। এই অংশের শুটিংয়ে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী। তিনি নাটক, সিনেমার নিয়মিত মুখ, ইদানীং দেখা যায় ওয়েব কনটেন্টেও।

বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় নিয়ে নিউজবাংলার সঙ্গে কথা হয় এলিনা শাম্মীর। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু সিনেমায় একদম প্রথম থেকেই অভিনেত্রী হিসেবে শর্টলিস্টেড ছিলাম। প্রথমে যে চরিত্রের জন্য আমার অডিশন নেয়া হয়েছিল সে চরিত্রে এখন অন্য একজন অভিনয় করছেন। তবে ওই চরিত্রটি নিয়ে অনেক দূর এগিয়েছিলাম আমরা।

‘বাংলাদেশে যে অংশটির দৃশ্যধারণ হবে, সেখানে বেশ কিছু চরিত্রের নতুন করে অডিশন নেয়া হয়েছে। এটা নেয়া হয়েছে ১৫-১৬ দিন আগে। যার মধ্যে আমিও ছিলাম এবং শেষ পর্যন্ত আমি খালেদা জিয়ার চরিত্রে চূড়ান্ত হই।’

চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে এলিনা শাম্মী বলেন, ‘গতকালই (সোমবার) আমার সঙ্গে সংশ্লিষ্টদের চুক্তি হয়ে গেছে।’

৬ ডিসেম্বর থেকে এলিনার শুটিং শুরু হওয়ার কথা। চারদিন তিনি শুটিংয়ে অংশ নেবেন, সঙ্গে আরও দুই দিন হাতে রাখতে বলা হয়েছে।

খালেদা জিয়ার চরিত্রে চূড়ান্ত হওয়ার অনুভূতি জানিয়ে এলিনা বলেন, ‘যা হয় তা নাকি ভালোর জন্যই হয়। আমার কাছে এখন তেমনই মনে হচ্ছে। আগে যে চরিত্রের জন্য শর্টলিস্টেড হয়েছিলাম, তার চেয়ে মনে হচ্ছে এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং এবং আমার জন্য ভালো।’

মঙ্গলবার থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেয়া শুরু হয়ে গেছে এলিনার। যদিও এখনও চিত্রনাট্য, সংলাপ বা দৃশ্যের ব্যাপারে কিছু জানেন না তিনি।

এলিনা বলেন, ‘অডিশনের সময় আমাকে শাড়ি পরে যেতে বলা হয়েছিল। আমি সেভাবে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে যেমনটা বুঝলাম তাতে মনে হলো কাজটা ভালোই হবে। ওনাদের অনেক কিছুই তো গোপন থাকে।’

খালেদা জিয়ার তরুণ বয়সের সময়টাই সিনেমায় আনা হবে বলে ধারণা এলিনার। চরিত্রটির জন্য খালেদা জিয়ার নানা ভিডিও ফুটেজ কাজে দেবে বলে মনে করছেন তিনি। তবে এখনও কোনো রেফারেন্স দেয়া হয়নি এলিনাকে।

তিনি বলেন, ‘আমি শুটিং নিয়ে চিন্তিত না, কারণ যাদের সঙ্গে কাজ করব তারা শুনেছি অনেক অর্গানাইজড। তাই সেটা নিয়ে আমি টেনশন করছি না। আমার পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে কিছুটা চিন্তিত। দেখছি নিউজ যা হচ্ছে, তার নিচে এরই মধ্যে নানা রকম মন্তব্য শুরু হয়ে গেছে। কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ ভালোভাবে নিচ্ছে না। তবে আমি সবই ভালোভাবেই নিচ্ছি।’

এ বিভাগের আরো খবর