মাদকের মামলায় আরিয়ানের জামিনের পর থেকে তাকে আর চোখের আড়াল করতে চাইছেন না বলিউড বাদশাহ শাহরুখ খান।
অক্টোবরের শুরুতে মাদক মামলায় আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর সব শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন কিং খান। এমনকি আরিয়ান জামিনে ছাড়া পাওয়ার পরও কাজ শুরু করেননি তিনি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ১২ নভেম্বর আরিয়ানের জন্মদিন উদ্যাপন করে কাজে ফিরবেন শাহরুখ।
শুরুতেই পাঠান সিনেমার শুটিংয়ের জন্য দেশের বাইরে যাবেন তিনি। সেই সময় যাতে আরিয়ানের নিরাপত্তায় কোনো ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন অভিনেতা।
ছেলের জন্য নিজের বিশ্বস্ত বডিগার্ডকে রেখে যাচ্ছেন শাহরুখ। অনেক বছর ধরে কিং খানের সঙ্গে আছেন তার বডিগার্ড রবি সিং। তিনি এখন অভিনেতার পরিবারের একজন সদস্যের মতোই হয়ে গেছেন।
আরিয়ান নাকি সবার সঙ্গে সহজে মিশতে পারেন না। তবে শাহরুখের বডিগার্ড রবির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। তাই এবার দেশের বাইরে যাওয়ার সময় বডিগার্ডকে সঙ্গে নেবেন না শাহরুখ। তাকে রেখে যাবেন ছেলের জন্য।
শাহরুখ নিজের জন্য নতুন বডিগার্ড রাখতে পারেন বলেও শোনা যাচ্ছে।
গত ২ অক্টোবর মধ্যরাতে সমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে আরিয়ানকে আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এরপর গত ৩০ অক্টোবর জামিনে কারামুক্ত হন শাহরুখপুত্র আরিয়ান। আপাতত প্রতি শুক্রবার হাজিরা দেয়ার জন্য তাকে ডাকা হচ্ছে এনসিবির কার্যালয়ে।
পাশাপাশি মাদক মামলায় নতুন তদন্তকারী টিম গঠন করা হয়েছে, যারা জেরার জন্য আরিয়ানকে যেকোনো সময় এনসিবি কার্যালয়ে ডেকে পাঠাতে পারেন।
এমন বাস্তবতায় ছেলের নিরাপত্তায় ঘাটতি রাখতে চান না বলিউড বাদশাহ।