নিজের বেশ কয়েকটি সিনেমা, সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ও পদ্মশ্রী পুরস্কার গ্রহণসহ নানা বিষয়ে আলোচনাতেই আছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
এছাড়া বিভিন্ন সময়ে নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জন্যে ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবেও তিনি পরিচিত।
কঙ্গনার ব্যক্তিগত জীবনও একটা লম্বা সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। অভিনেতা ও প্রযোজক আদিত্য পাঞ্চলির সঙ্গে তার চর্চিত প্রেম, অভিনেতা অধ্যায়ন সুমনের সঙ্গে ঘনিষ্ঠ রসায়ন এবং হৃতিক রোশনের সঙ্গে বিতর্কিত প্রেম নিয়ে কম চর্চা হয়নি।
এসব চর্চাও এখন বেশ অতীত। দীর্ঘদিন কঙ্গনার ব্যক্তিগত সম্পর্ক বা প্রেম নিয়ে কোনো গুঞ্জন বা চর্চা নেই বলিউডে।
তবে সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন কঙ্গনা।
বলিউড অভিনেত্রীর কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
সাক্ষাত্কারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল আগামী পাঁচ বছরে তার পরিকল্পনা সম্পর্কে।
কঙ্গনা বলেন, ‘আমি অবশ্যই বিয়ে করতে চাই এবং সন্তান জন্ম দিতে চাই। আমি পাঁচ বছর পর নিজেকে একজন মা হিসাবে দেখি, স্ত্রী হিসাবে দেখি। আর অবশ্যই এমন একজন ব্যক্তি হিসাবে নিজেকে দেখি যে, নিউ ইন্ডিয়ার যে ভাবনা, তা বাস্তবায়িত করার জন্য যথাসাধ্য কাজ করছে।’
সাক্ষাৎকারে কঙ্গনার কাছে প্রশ্ন ছিল সংসার করা ও মা হওয়ার পরিকল্পনা নিয়ে কি কাজ শুরু করে দিয়েছেন? এমন প্রশ্নে মুচকি হেসে অভিনেত্রীর ছোট্ট জবাব ছিল, ‘হ্যাঁ’।
বলিউড অভিনেত্রীর কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
সরাসরি কিছু না বললেও সেই সাক্ষাৎকারে কঙ্গনা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন প্রেম করছেন তিনি।
তার সঙ্গীর সম্পর্কে জানতে চাওয়া হলে অভিনেত্রীর জবাব, ‘খুব শিগগিরই সবটা জানতে পারবেন।’
পাশাপাশি অভিনেত্রী আরও জানান, নতুন সম্পর্কে দারুণ খুশি আছেন তিনি।
তবে প্রেমে বারবার চোট খাওয়া অভিনেত্রী খুব বেশি জানাননি নতুন সম্পর্কের ব্যাপারে।
বলিউড অভিনেত্রীর কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
এই মুহূর্তে অভিনয় ও প্রযোজনা দুই দিকেই ব্যস্ত অভিনেত্রী। তার হাতে রয়েছে ধাকড়, তেজাস, সীতা: দ্য ইনকারনেশনসহ বেশ কয়েকটি সিনেমা। পাশাপাশি সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছেন কঙ্গনা। নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অভনীত কৌর অভিনীত টিকু ওয়েডস শেরু সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে কঙ্গনার প্রযোজনা সংস্থা মণিকর্নিকা ফিল্মস।