এক বছর পর নিজের স্থগিত ব্যাংক অ্যাকাউন্ট, বাজেয়াপ্ত ল্যাপটপ ও মোবাইল ফোন ফেরত পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
২০২০ সালের ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু ঘটনার মামলায় নাম জড়ায় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর।
মাদক নেয়া ও সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে গত বছরের ৮ সেপ্টেম্বর রিয়াকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনে গ্রেপ্তার করা হয়। এক মাস জেলে থাকার পর শর্তসাপেক্ষে জামিন পান তিনি।
সেই মামলার তদন্তের স্বার্থে স্থগিত করা হয় অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, বাজেয়াপ্ত করা ল্যাপটপ ও মোবাইল ফোন। সম্প্রতি আদালত এসব জিনিস ফেরতের নির্দেশ দিয়েছেন।
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এ মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যেই রিয়াকে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
অ্যাকাউন্ট ফেরত পাওয়ার জন্য আদালতে রিয়া যে আবেদন করেছিলেন, তাতে লেখা, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
সেই হিসাবে প্রায় এক বছর পর নিজের ব্যাংক অ্যাকাউন্টসহ মোবাইল-ল্যাপটপ ফেরত পেলেন অভিনেত্রী।