উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। ক্যামেরার পেছনে থেকে যা নির্মাণ করেছেন তা পরবর্তীতে হয়েছে বাংলার মৌলিক বা ধ্রুপদী সিনেমা, হয়েছে কালজয়ী।
খ্যাতিমান এ চলচ্চিত্র নির্মাতার নির্মাণ দর্শকরা দেখেছেন বড় বা ছোট পর্দায়। সেসব সিনেমায় সত্যজিৎ ঠিক করেছেন কীভাবে কোন দৃশ্যের শুটিং করবেন, কাকে নেবেন অভিনয়শিল্পী হিসেবে।
কিন্তু এবার আর তেমন হচ্ছে না, এবার কিংবদন্তি এ পরিচালকই কেন্দ্রীয় চরিত্র হয়ে আসছেন বড় পর্দায়। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সত্যজিৎ এর শুটিংয়ের পেছনের গল্প নিয়ে এবার নির্মিত হচ্ছে সিনেমা।
কলকাতার পরিচালক অনীক দত্তর অপরাজিত সিনেমায় দেখা যাবে এমনটা। সেখানে সত্যজিৎ এর ভূমিকায় অভিনয় করবেন জিতু কামাল। তবে সিনেমায় তার নাম থাকবে অপরাজিত রায়।
অপরাজিত সিনেমায় সত্যজিৎ এর ভূমিকায় অভিনয় করবেন জিতু কামাল। ছবি: সংগীত
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নির্মাণের নেপথ্যের কাহিনিই ছবির উপজীব্য। সিনেমায় বিজয়া রায়ের ছায়ায় তৈরি বিমলার ভূমিকায় থাকবেন সায়নী ঘোষ।
সিনেমা লুকে নিজেকে দেখে অবাক জিতু বলেছেন, “এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে ‘এ তো আমার দেখা, নতুন আবার কী দেখব?’ আমি তখন তাকে বলেছি ভাল করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, ‘সত্যজিৎ রায় তো!’ তার পরে তাকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।”
অপরাজিত সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
গালে ও থুতনিতে প্রস্থেটিক্সের সাহায্য নেয়া হয়েছে। সত্যজিতের ম্যানারিজ়ম ফুটিয়ে তোলা, তার মতো করে রুমাল ধরার কৃতিত্ব জিতুকে দিয়েছন পরিচালক।
অনীকের কথায়, ‘ওর চাহনি, সিগারেট ধরার ধরন, সবটাই খুব সুন্দর করেছে জিতু। সত্যজিৎ এর রুমাল নেয়ার একটা বৈশিষ্ট্য ছিল, কাঁধে রেখে সেটা তিনি চিবোতেন। সে সবের রেফারেন্স বা ছবি সে রকম কিছু ছিল না কিন্তু জিতু অভিনয়টা ভাল করছে। আর ও যেহেতু মূলত সিরিয়ালের, বড় পর্দায় সে ভাবে ওকে দর্শক পায়নি, সেটা একটা বাড়তি সুবিধা।’
অপরাজিত সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
ছবির এক অংশের দৃশ্যধারণ হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। এর পরের শিডিউলের শুটিং শুরু হবে ১৯ নভেম্বর থেকে। নন্দন, শিশির মঞ্চ থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় চলবে শুটিং। আর পুরো সিনেমাটাই সাদা-কালোয় শুট হবে বলে জানিয়েছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। ১৫ ডিসেম্বরের মধ্যে শুট শেষ করার পরিকল্পনা রয়েছে।