গত আড়াই বছরেরও বেশি সময় বড় পর্দায় দেখা যায়নি বলিউড বাদশা শাহরুখ খানকে। কবে আবার পর্দায় দেখা যাবে এ নিয়ে উৎসাহের শেষ নেই তার ভক্তদের।
এরই মাঝে ছেলে আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলা নিয়ে মহাবিপাকে পড়েছিলেন অভিনেতা।
ছেলের জন্যই সমস্ত শুটিং পিছিয়ে দেন শাহরুখ। আরিয়ান গ্রেপ্তারের আগেই স্পাই থ্রিলার সিনেমা পাঠান-এর শুটিং করছিলেন অভিনেতা।
এরই পাশাপাশি দক্ষিণের পরিচালক অ্যাটলির সিনেমা লায়ন-এরও শুটিং শুরু করেছিলেন কিং খান।
শুরু থেকেই জানা যায়, এতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা নয়নতারা।
তবে আরিয়ানের মাদক মামলার ঝামেলায় শাহরুখ শুটিং পিছিয়ে দেয়ায় সমস্যায় পড়েন অভিনেত্রী।
এ নিয়ে সম্প্রতি খবর রটেছিল এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন নয়নতারা। তার পরিবর্তে শাহরুখের বিপরীতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে।
তবে পরিচালক অ্যাটলির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, এ খবর পুরোপুরি ভুয়া। শুধু তাই নয়, জানা গেছে এ সিনেমায় একজন দুঃসাহসী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে নয়নতারাকে।
অন্যদিকে লায়ন-এ দ্বৈত ভূমিকায় দেখা যাবে বাদশাহকে। বাবা ও ছেলের উভয় চরিত্রেই থাকছেন তিনি।
আর খুব শিগগিরই নাকি লায়ন দিয়েই শুটিংয়ে ফিরছেন কিং খান।