গানের কথাগুলোই মন খারাপ করে দিতে পারে। কথাগুলো এমন- কেন রোদের মতো হাসলে না/ আমায় ভালোবাসলে না/ আমার কাছে দিন ফুরালেও আসলে না।’
ছন্দময় জীবনে এ যেন বিষাদের বার্তা। এ গানটি থেকে দুটি লাইন গেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি।
তিনি গেয়েছেন- ‘আমায় ভালোবাসলে না/ আমার কাছে দিন ফুরালেও আসলে না।’
গানটি গেয়ে এর অডিও/ভিডিও প্রকাশ করেছেন এ নায়িকা । নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেটি পোস্ট করেছেন পরীমনি।
নায়িকার আবছা গলার গাওয়া গানটি যেন তার আবছা আলোর বারান্দা থেকে ছড়িয়ে গেল নগরে-কোলাহলে। দূরে বহুতলের খোপ খোপ ঘরের আলো। এই গান কি পৌঁছাবে তার অভিমান যার ওপর তার কাছে? এ প্রশ্নের উত্তর থাক।
তার চেয়ে বরং জেনে নেয়া যেতে পারে পরী যে গানটি গাইলেন সেই গানটির বিষয়ে। গানটি যে পরীমনি গেয়েছেন, তা নিয়ে কলকাতায় এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরীর কণ্ঠের প্রশংসার পাশাপাশি আলোচিত হচ্ছে রণজয়ের নাম। কারণ ‘মনকেমনের জন্মদিন’ শিরোনামের গানটি শিলাদিত্য মৌলিক পরিচালিত হৃৎপিণ্ড সিনেমার গান। যার সুরকার রণজয় ভট্টাচার্য।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘গানটিকে বাংলার সবাই ভালোবেসেছেন। সেটা যে বাংলাদেশে পৌঁছাবে এবং পরীমনি গাইবেন, ভাবিনি কখনও। খুব লোভ হচ্ছে বাংলাদেশ আর পরীমণির সঙ্গে কাজ করার।’
এ কথা তো প্রমাণিত যে, সংগীতের কোনো সীমানা হয় না। সোমবার গিটার হাতে একটি ছবিও পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘দুঃখ ভুলতে গানেই আশ্রয় নেন তিনি।’