বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চয়নিকার নির্মাণে ‘অহংকারী বউ’ হচ্ছেন মাহি

  •    
  • ২ নভেম্বর, ২০২১ ১৮:১৫

সিনেমাটিতে হঠাৎ করেই যুক্ত হওয়া উল্লেখ করে চয়নিকা চৌধুরী বলেন, ‘এটা একটা রেডি প্রজেক্ট। তায়েব ভাই অনেক দিন ধরেই বলছিলেন একটা সিনেমার কথা। আমাদের ব্যাটে-বলে মেলে নাই। তাদের স্ক্রিপ্ট, তাদেরই গল্প। গল্প শুনে মনে হয়েছে মাহিয়া মাহি এটার জন্য পারফেক্ট।’

অহংকারী বউ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্বনামধন্য নির্মাতা চয়নিকা চৌধুরী ও জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এই সিনেমায় সোমবার চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এ তথ্য নিউজবাংলাকে নিজেই জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

এতে মাহির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ও প্রযোজক ডি এ তায়েব।

সিনেমাটিতে হঠাৎ করেই যুক্ত হওয়া উল্লেখ করে চয়নিকা চৌধুরী বলেন, ‘এটা একটা রেডি প্রজেক্ট। তায়েব ভাই অনেক দিন ধরেই বলছিলেন একটা সিনেমার কথা। আমাদের ব্যাটে-বলে মেলে নাই। তাদের স্ক্রিপ্ট, তাদেরই গল্প। গল্প শুনে মনে হয়েছে মাহিয়া মাহি এটার জন্য পারফেক্ট।’

চিত্রনায়ক তায়েবের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তায়েব ভাইয়ের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। উনি অনেক ভালো একটা মানুষ। ওনার প্রতি আমার কৃতজ্ঞতাবোধ আছে। আমি ওনার জন্য কিছু একটা করতে চাই। আমার তো ওনার জন্য করার মতো সুযোগ নাই, কাজ ছাড়া। আমার কাছে যখন অফারটা এসেছে, আমি সানন্দে গ্রহণ করেছি এবং আমি চেষ্টা করব সুন্দর করে গল্পটা বলতে, তায়েব ভাইকে নতুন একটা লুকে আনার চেষ্টা করব।’

আপাতত সিনেমাটির টিম গোছানোর কাজ চলছে উল্লেখ করে চয়নিকা বলেন, ‘সব ঠিক থাকলে ডিসেম্বরের ১৭ তারিখ থেকেই শুরু হবে অহংকারী বউ-এর শুটিং।’

এ বিভাগের আরো খবর