সালটা ১৯৯৪, ভারত পেল প্রথম মিস ওয়ার্ল্ড। যার রূপ-গুণ আর অভিনয়ে আজও মুগ্ধ সব বয়সী দর্শক। বলছি বলিউডের নন্দিত তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা। আজ তার ৪৮তম জন্মদিন।
নব্বই দশকের শুরুতে মডেল হিসেবে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু ঐশ্বরিয়ার। সে সময়ই পেপসির এক বিজ্ঞাপনের মাধ্যমে দৃষ্টি কাড়েন সবার।
১৯৯৭ সালে তামিল সিনেমা ইরুভার দিয়ে বড় পর্দায় অভিষেক তার। একই বছর ববি দেওলের বিপরীতে অওর পেয়ার হো গায়া সিনেমা দিয়ে শুরু তার বলিউড যাত্রা।
১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত হাম দিল দে চুকে সনম সিনেমায় অভিনয় দিয়ে বলিউড ও হিন্দি সিনেমাপ্রেমীদের দৃষ্টি কাড়েন ঐশ্বরিয়া। এতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত
পরবর্তীকালে ২০০২ সালে বানসালির সিনেমা দেবদাস-এ অভিনয়ের জন্য দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন তিনি।
ক্যারিয়ারের তিন দশক কাটিয়ে আজও তিনি সমান জনপ্রিয় দর্শকমহলে।
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত
তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হয়েছেন। বিগত বেশ কয়েক বছর ধরেই কান চলচ্চিত্র উৎসবে বলিউডের প্রতিনিধিত্ব করছেন তিনি।