মাদক মামলায় গ্রেপ্তারের ২৬ দিন পর কারামুক্ত হয়ে ঘরে ফিরেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
তাকে একনজর দেখতে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হয়েছিল হাজারো মানুষ।
শুধু বাসভবনই নয়, কারাফটকেও হাজির হয়েছিলেন শাহরুখের ভক্ত-অনুরাগীরা।
কিং খানের ছেলেকে এক নজর দেখতে কারাফটক থেকে মান্নাতের পুরো রাস্তাতেই ছড়িয়ে ছিল হাজারো মানুষ। গাড়ির পেছনেও ছুটেছে অনেকে।
Call it Tamasha or celebration... this is what it is !! #AryanKhan’s welcome at Mannat. This is @iamsrk’s power. pic.twitter.com/cdBe8xuGRp
— Rohit Khilnani (@rohitkhilnani) October 30, 2021আর মান্নাতের সামনে যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে। সেই জনসমুদ্রের এক অংশ ঢাকঢোল পিটিয়ে স্বাগত জানায় আরিয়ানকে।
সকাল থেকেই আরিয়ানের পথ চেয়ে এক সাধু বসেছিলেন মান্নাতের সামনে। নিমগ্ন মনে পড়ে গেছেন হনুমান চালিশা। এমন এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামজিক যোগাযোগমাধ্যমে।
মাদক মামলায় গ্রেপ্তারের তিন সপ্তাহ পর শনিবার সকালে জামিনে কারামুক্ত হন আরিয়ান।
গত ২ অক্টোবর মধ্যরাতে মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে তাকে আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।