মাদক মামলায় গ্রেপ্তারের তিন সপ্তাহ পর জামিনে কারামুক্ত হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
বৃহস্পতিবার আরিয়ানকে জামিনের আদেশ দেয় বোম্বে হাইকোর্ট। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আর্থার রোডের কারাগারের জামানত বাক্স খোলা হয়। তাতে আরিয়ানসহ ছয় থেকে সাতজনের জামিনের নথি ছিল।
এরপর সব আইনি প্রক্রিয়া শেষে বেলা ১১টা নাগাদ কারাগার থেকে বের হন আরিয়ান।
জামিনের শর্ত অনুযায়ী, পাঁচটি কাজ করতে পারবেন না আরিয়ান। এগুলো হলো বিদেশ ভ্রমণ, দেশের মধ্যেই অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়া, মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দেয়া, সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা ও তদন্তে অসহযোগিতা করা।
গত ২ অক্টোবর মধ্যরাতে মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে তাদের আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ানকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
৪ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে ছিলেন তিনি। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার হন আরিয়ান এবং তার দুই সঙ্গী মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্ট।
আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানায় লেখা ছিল, তার কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।