বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩ সপ্তাহ পর জামিন পেলেন শাহরুখপুত্র

  •    
  • ২৮ অক্টোবর, ২০২১ ১৭:৩০

গত ৩ অক্টোবর মধ্যরাতে মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে তাকে আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।

মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার ২৬ দিন পর জামিন পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার তাকে জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট।

মঙ্গল ও বুধবার আরিয়ানের জামিন শুনানি অসমাপ্ত ছিল। শুক্র বা শনিবার ঘরে ফিরতে পারেন শাহরুখ-গৌরীর বড় ছেলে।

আরিয়ানের সঙ্গে গ্রেপ্তার হওয়া মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টও জামিন পেয়েছেন। ৩ জনকে জামিন দেয়ার কারণ শুক্রবার বিস্তারিত জানাবে মুম্বাই হাইকোর্ট।

গত ২ অক্টোবর মধ্যরাতে মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে তাদের আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ানকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।

8 অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন তিনি। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার হন আরিয়ান ও তার দুই সঙ্গী মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্ট।

এর আগে দুইবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানায় লেখা ছিল, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো খবর