গত আড়াই বছরেরও বেশি সময় বড় পর্দায় দেখা যায়নি বলিউড বাদশা শাহরুখ খানকে। কবে আবার পর্দায় দেখা যাবে এ নিয়ে উৎসাহের শেষ নেই তার ভক্তদের।
এরই মাঝে ছেলে আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলা নিয়ে মহাবিপাকে পড়েছেন অভিনেতা। গত ৩ অক্টোবর মাদক মামলায় আরিয়ানকে গ্রেপ্তার করে এনসিবি। মঙ্গলবার পর্যন্ত জামিন পাননি তিনি।
ছেলের জন্যই বেশ কিছুদিন ধরে সমস্ত শুটিং পিছিয়ে দিয়েছেন শাহরুখ।
ছেলে গ্রেপ্তারের আগেই স্পাই থ্রিলার সিনেমাপাঠান-এর শুটিং করছিলেন শাহরুখ। এরই পাশাপাশি দক্ষিণের পরিচালক অ্যাটলির সিনেমা লায়ন-এরও শুটিং শুরু করেছিলেন কিং খান।
শাহরুখের সঙ্গে এতে অভিনয় করার কথা দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা নয়নতারার। পাশাপাশি এতে দেখা যাবে বলিউডের এ সময়ের জনপ্রিয় মুখ সানিয়া মালহোত্রাকে।
তবে এ সিনেমা থেকে সরে দাঁড়ালেন নয়নতারা।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিনেমার জন্য অক্টোবর ও নভেম্বর মাসের নির্দিষ্ট কয়েকটি দিন রেখেছিলেন নয়নতারা। কিন্তু শাহরুখ শুটিং পিছিয়ে দেয়ায় সমস্যায় পড়েছেন অভিনেত্রী।
বাকি দিনে তার অন্যান্য কাজ থাকার কারণে বাধ্য হয়েই নাকি এই সিনেমা থেকে সরে দাঁড়ালেন নয়নতারা। যদিও শাহরুখ ছাড়া বাকি অভিনেতাদের নিয়ে সিনেমাটির শুটিং চলছে।
শোনা যাচ্ছে, নয়নতারার পরিবর্তে শাহরুখের বিপরীতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি সামান্থা বা সিনেমার পরিচালক।