মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তৃতীয় দফায় বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে তলব করেছিল ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে এদিন এনসিবির অফিসে হাজির হননি তিনি।
এর আগে গত ২১ অক্টোবর অনন্যার বাড়িতে তল্লাশি করে এনসিবি। ওই দিনই ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যাকে। পরদিন শুক্রবার ৪ ঘণ্টা এনসিবির কর্মকর্তাদের জেরার মুখোমুখি হন তিনি।
এরপর গত সোমবার তাকে তৃতীয় দফায় তলব করেছিল সংস্থাটি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে এনসিবির কাছে আর্জি জানান অনন্যা, যাতে অন্য কোনো দিন তাকে ডাকা হয়। অভিনেত্রীর সেই আর্জি গ্রহণ করে সংস্থাটি। তবে শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য নতুন সমন পাঠানো হবে তাকে।
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত
মাদক মামলায় অভিযুক্ত বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে অনন্যার যোগসূত্র খতিয়ে দেখতেই তাকে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি।
আরিয়ানের সঙ্গে অনন্যার অনেকবার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে। সেই কথোপকথনে বারবারই এসেছে মাদক প্রসঙ্গ।
এদিকে মাদক মামলায় হাইকোর্টে আরিয়ানের জামিন আর্জি শুনানির দিন ধার্য রয়েছে মঙ্গলবার।