বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে উঠতি অভিনেতা ঈশান খট্টরের প্রেমের গুঞ্জন অনেক দিনের। যদিও দুজনের কেউই সেই সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি।
তবে এবার অনন্যার দুঃসময়ে পাশে দাঁড়ালেন ঈশান। মাদককাণ্ডে কয়েক দিন ধরেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জেরার মুখে অনন্যা পান্ডে। বান্ধবীর এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন ঈশান।
অনন্যার সঙ্গে দেখা করতে শনিবার ফুলের তোড়া নিয়ে তার বাড়িতে গিয়েছিলেন তিনি। তার আগে রাস্তার পাশে দোকান থেকে ফুল কেনার একটিও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
শাহরুখপুত্র আরিয়ান খানের মাদককাণ্ডে বর্তমানে নাম জড়িয়েছে অনন্যা পান্ডেরও। যার জেরে পরপর দুই দিন এনসিবির জেরার মুখে পড়তে হয়েছে অনন্যাকে। সোমবার ফের এনসিবি অফিসে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে।
মাদককাণ্ডে নাম জড়ানোর পর থেকে অনন্যা যে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই। আর ঠিক সেই কারণেই বান্ধবীর মন ঠিক করতে সোজা তার বাড়ি পৌঁছে যান ঈশান।
খালি পিলি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অনন্যা ও ঈশান। সেই সিনেমার শুটিং সেট থেকেই তাদের প্রেমের শুরু বলে গুঞ্জন শোনা যায়। এমনকি দুজনকে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও দেখা যায়।