বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাল-সাদার জন্মদিনে পরীর এবার ২৭

  •    
  • ২৩ অক্টোবর, ২০২১ ২২:৩১

সবচেয়ে বড় প্রশ্ন, নায়িকার বয়স হলো কত? নায়িকার নাকি বয়স জানতে নেই। পরীমনিও মজা করে বললেন, ‘আমার জন্মদিন তো এখন তিনটা।’ এর বেশি কিছু আর বললেন না। নিজের বয়সটা অকপটেই বললেন, ‘২৭’।

এবার পরীমনির সাদা-লালের জন্মদিন। অর্থাৎ পরীমনির জন্মদিন উদযাপনে যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের মধ্যে যারা পুরুষ তারা সাদা রঙের পোশাক এবং যারা নারী তারা লাল রঙের পোশাক পরে আসবেন।

সাদা রং সাধারণত শুভ্রতা বোঝায় আর লাল শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ড্রেস কোডে সাদা-লালের এই রংবিন্যাস নির্ধারণের সময় বিষয়গুলো ভাবনায় ছিল কি?

জানতে চাইলে পরীমনি নিউজবাংলাকে বলেন, ‘হ্যাঁ, শুভ্রতার সঙ্গে শক্তির মিশ্রণের থিমে এবারের আয়োজনটা করতে চাই। সে কারণেই ড্রেস কোড হিসেবে সাদা-লাল নির্ধারণ করা।’

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

গুনিন সিনেমার শুটিং করছিলেন পরীমনি। শনিবার দুপুরের দিকেই ঢাকা ফেরেন এই অভিনেত্রী। জন্মদিনে পাঁচ তারকা হোটেলের আয়োজন শুধু নয়, সারা দিনই ব্যস্ত থাকবেন বলে জানান পরীমনি।

তিনি বলেন, ‘জন্মদিনে আমি সারা দিনই ব্যস্ত থাকি। কাল (রোববার) রাতে আয়োজন থাকলেও দুপুরে আমি এতিম বাচ্চাদের সঙ্গে কাটাব। তাদের খাবারের কিছু আয়োজন করছি। তাদের জন্য কিছু গিফট কিনেছি। এখন সেগুলোই প্যাকেট করছিলাম।’

জন্মদিনে পাঁচ তারকা হোটেলে যে আয়োজন, সেখানে কারা আমন্ত্রিত হতে পারেন তার একটি ইঙ্গিত আগেই দিয়েছিলেন পরীমনি।

স্ট্যাটাসের একদম শেষে লিখেছিলেন, ‘মূলত যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি! তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না!’

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

এ থেকে সবাই ধারণা করেছেন যে, পরীমনির সাম্প্রতিক সময়ের ঘটনায় যারা পরীর পাশে ছিলেন, আয়োজনে হয়তো তারাই শুধু আমন্ত্রণ পাবেন।

ধারণাটি ঠিক বলে জানালেন পরী। বললেন, ‘এবার আয়োজনে অনেক নতুন মানুষের সঙ্গে দেখা হবে আমার। কারণ নতুন করে অনেক মানুষ আমার পাশে থেকেছে। আমার বিশেষ দিনে তাদের সঙ্গে নিয়ে কাটাতে চাই।’

আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড থাকলেও পরী নিজে কোন ধরনের পোশাক পরবেন, তার রংবিন্যাস বা ডিজাইন কেমন হবে, তা পরিষ্কার করে বলেননি পরী।

বলেন, ‘কী রং বা নকশার পোশাক পরব তা জানি না। এবার আমি জিমিকে খুব মিস করছি। আগের পোশাকগুলো তো সে-ই ডিজাইন করেছিল।’

পরীমনিকে এর আগে ময়ূর থিমে জন্মদিনের পোশাক পরতে দেখা গেছে। সেই পোশাকের নকশা করেছিলেন জিমি।

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

এর আগে কিছু সংবাদমাধ্যমে এসেছিল পৃষ্ঠপোষক নিয়ে জন্মদিন উদযাপন করবেন পরী। তবে এই তথ্য উড়িয়ে দিয়ে পরী বলেন,

‘এগুলো বাজে কথা। আমি আমার কাছের মানুষদের আমন্ত্রণ করব, তার জন্য আবার পৃষ্ঠপোষক লাগবে কেন?’

আর সবচেয়ে বড় প্রশ্ন, নায়িকার বয়স হলো কত? নায়িকার নাকি বয়স জানতে নেই। পরীমনিও মজা করে বললেন, ‘আমার জন্মদিন তো এখন তিনটা।’ এর বেশি কিছু আর বললেন না।

নিজের বয়সটা অকপটেই বললেন, ‘২৭’।

এ বিভাগের আরো খবর