সিনেমায় নায়ককে আগ্নেয়াস্ত্র হাতে গোলাগুলি করতে দেখা যায়। এটি সিনেমার নিয়মিত, প্রচলিত ও স্বাভাবিক দৃশ্য হয়ে গেছে এখন।
সেই গোলাগুলি যেমন কৃত্তিমভাবে তৈরি করা হয় তেমনি সেই দৃশ্যে যাদের মৃত্যুবরণ করতে দেখা যায় তারাও কিন্তু সত্যি সত্যি মারা যান না। এ সব এখন সবারই জানা।
সেভাবেই শুটিং সেটে খেলনা বন্দুক দিয়ে শুটিং করছিলেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন। মজা করার ছলে সেই খেলনা বন্দুক দিয়ে সিনেমার সিনেমাটোগ্রাফার বা ক্যামেরাম্যানকে গুলি করেন বল্ডউইন।
অভিনয় করার মতোই গুলি গুলি খেলার মতো ঘটনা ঘটবে বলেই মনে করেছিলেন সবাই কিন্ত যা ঘটলো তাতে সবাই হতবাক, বিস্মিত।
বল্ডউইনের খেলনা বন্দুক দিয়ে করা সেই গুলিতে প্রাণ হারিয়েছেন ক্যামেরাপার্সন গালিনা হাচিন্স।
আহত হয়েছেন সিনেমার পরিচালক জোয়েল সুজা। নিউ মেক্সিকোতে অ্যালেক অভিনীত এবং প্রযোজিত সিনেমার দৃশ্যাধারণ চলছিল। সেখানেই ঘটে এ দুর্ঘটনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এখনও কোনো মামলা দায়ের হয়নি এ ঘটনায়। আপাতত তদন্ত চলছে।
খেলনা বন্দুকের মধ্যে কী উপাদান ছিল এবং শুটিং সেটে খেলনা বন্দুকের জায়গায় আসল বন্দুক ঢুকে গেল কি না- তাই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
ক্যামেরাপার্সন গালিনা হাচিন্সকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসা চলছে পরিচালকের। সিনেমার কাজ বন্ধ রাখা হয়েছে।