তার মরদেহ রাতে শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে তার জানাজা হবে বলে জানান নাসিম।
অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, কায়েস চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস করতে গিয়ে তিনি মারা যান।
তার মরদেহ রাতে শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে তার জানাজা হবে বলে জানান নাসিম।
নাসিম বলেন, তার দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে।
অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটক পরিচালনাও করেছেন। কৃষ্ণপক্ষ, পদ্মাপুরাণসহ বেশ কিছু সিনেমাতেও দেখা গেছে তাকে।